আমাদের সবার প্রিয়  "কবিতার আসর"এ আমি এমনি একজন কাব্যমানবী কবিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি আসলে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র ।তাঁর অসংখ্য কবিতার আমি অন্ধ ভক্ত। তিনি অসীম ব্যস্ততার মাঝে আমায়  কথা দিয়েছেন প্রতিদিন আসরে থাকবেন।এবং আমাদের তাঁর কাব্যরসে সিক্ত করবেন ।তিনি  হচ্ছেন আমার প্রিয় লেখিকা কবি - নুসরাত হক। তিনি প্রবাসে অবস্থান করছেন।তিনি সবার দোয়া চাচ্ছেন, এবং আমাদের সাথে  থাকতে চাচ্ছেন ।

হে কাব্যমানবী আপনাকে আসরে সুস্বাগতম -আপনার কল্যাণ কামনা করছি ।আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত ।

http://www.bangla-kobita.com/nhuq/post20140917010639/