আজি আসরে যত ফুল ফুটিবে
বিনি সুতার মালা,
ভালোবাসায় তাহাদের সাজাইবো
কাব্যের বরণ ঢালা।
ধূপ দীপ জ্বালাইয়া রাখিয়াছি তব
কাব্য প্রেম স্রোতে,
কাব্যনেশাগ্রস্থ হইয়াছি আমি সেই
কাব্য লাভের ব্রতে।
দিনকার রুটিনে আসরের কবিগণ
লিখিতেছেন কত কথা
আমার মনের ক্ষুধা বাড়াইয়া দেয়
শিখিতেছি জীবন প্রথা।
নয়ন জুড়াই কাব্যের অসীম রূপে
মনে দোলা দেয়,
ভাবের সাগরে সাঁতার কাটিতেছি
উপমায় ভাসি ঠাঁই।
হরেক রকমের চিন্তা চেতনার তরী
আসরে করিতেছে ভীড়,
তাহা দেখিয়া আমার এই কাব্যমনে
বাঁধিতেছি খুশির নীড়।
কল্যাণ আনিতেছেন আসরের কবিগণ
তুখর মেধার ফসল,
লড়িতেছেন ন্যায়ের পক্ষে কবিতাছলে
সংগ্রামী লক্ষ্য আসল।
আমি তাঁহাদের সহযাত্রী জীবন লক্ষ্যে
শব্দের করিতেছি চাষ,
এমনি করিয়া গাইতে চাই জীবন গান
কাব্য,সাহিত্যে বসবাস।
রচনাকাল
১৮।০৯।২০১৪
ইউ এ ই।