এক দিন অবেলায়,শান্ত পৌঁছলো নীরালায়
ঢাকা'র শহরে অলি পথ ধ'রে
এসেছে জীবনের স্বপ্নের চরে,
হবে একদিন দশ'জনের এক জন
বুকে বাসা বাঁধে নিত্যান্ত নিরজন-
ঢাকার শহর,বড় আধুনিক নগর
চারিদিকে শুধু দালান কোঠা বাড়িঘর।
চাকুরিটার হাত ধরে গ্রাম থেকে এলো তেড়ে
রঙ্গিন দুনিয়ার স্বাদ চাকুরী'র প্রথম সোনালী প্রভাত
ছুটে গেলো অফিসে,কাজ করলো সব নিমিষে,
বস তো বেজায় খুশি,শান্তর মন তুষি,
দিন গেলো মাস গেলো প্রমোশন কে আটকালো!!
অফিস তাকে ফ্ল্যাট দিলো খুশিরা হাসির ফোয়ারা খেলো।
সাজালো ঘরখানি মনের মতন,
স্বপ্নরা মাকে নিয়ে করলো যতন,
ক'দিন পরে নিয়ে আসবে,
মা ছেলে'র খুশিতে বেজায় হাসবে
এমনি কত ভাবনা
করলো সে মনে রচনা।
এক রজনীর গভীরতায় হঠাত তার নীরবতায়,
ভাবলো মনে কে করছে তার সনে
মুঠোফোনের আবেগ,শান্ত নেই সেই সাবেক
জড়ালো এক দারুণ অনুভুতি
অনুভবে ছোঁয়া দেয় অচেনা শ্রুতি-
কথার পর কথা বলে,এক সময় মন দোলে
ঠিক হলো দু'জনে চলবে এক মনে-
দেখা হলে মন্দ কি? এ শ্রুতি'র আবেগ অনুভুতি
শান্তর মনে উচ্ছ্বাসের ছোঁয়া এ যে প্রথম পাওয়া।
মিলবে কোথায় দু'জনে? ভাবলো মুঠো ফোনে,
ঠিক হলো শান্তর ঘরে ভাসবে ভালোবাসার তরে,
শ্রুতি এলো হাতে ফুল নিয়ে-খুশিতে পাগল অচেনা পরীকে পেয়ে।
কথার ভিতরে ভীষন ভালোবাসার জোয়ার,
ঢেউ খেলছে উন্মাদনায় খুশির ফোয়ার।
শান্ত চমকে গেলো দরজায় কার যেন নক পড়লো,
এগিয়ে গেলো, দরজা খুললো
সদল বলে ক'জন ভিতরে এলো-
শান্ত'র প্রশ্নে-ডিবি পরিচয় পেলো
নানা রকম হুমকিতে শান্ত জড়োসড় হলো,
দেখলো শ্রুতি ও তাদের পক্ষ নিলো-
বেঁধে নিলো শান্তর দুটি হাত কথায় কথায় বেত্রাঘাত
অনৈতিক কাজে লিপ্ত ছিলো,
হুমকি দিয়ে শ্রুতি'কে নিয়ে অশ্লিল ছবি তুলে নিলো
কাল পত্রিকায় নোংরা ছবি ছাপাবে সারা দুনিয়া খেপাবে।
সম্মানের ভয়ে,শান্ত'র জীবন যেন যায় ক্ষয়ে
অনেক টাকার চাপ দেয় ডিবি পুলিশ
কি করে করবে শান্ত কার কাছে নালিশ।
এ টি এম মেশিন থেকে তুলে নিলো অনেকগুলো টাকা
শান্ত'র জীবন যেন এলোমেলো এই ক্ষণে এখানেই বাঁকা।
শ্রুতি হাসছে রঙ্গিন ঠোঁটে,ভালোবাসার ফাঁদ বুঝি এখানেই বটে।
ডিবি পুলিশের নামধারী আসলে তারা চোরাকারবারি!!
এমনি করে ঘটে যাচ্ছে আমার আপনার চারপাশে
পড়ো না কেউ,অচেনায় তুলো না ঢেউ
একটু খানি অসচেতন, জীবন করবে অচেতন,
ক্ষণিকের মোহে যেতে হবে অচেনা গ্রহে
করোনা ভুল ফোটাও মনে,সচেতনতার ফুল
আমি হুজুগের কবি বলে যাই কবিতায় আকুল।
রচনাকাল
১৭।০৯।২০১৪
ইউ এ ই।
বিঃদ্রঃ-অনুরোধ থাকলো আমার সকল শ্রদ্ধাভাজন কবিবন্ধু এবং সম্মানীত পাঠক বন্ধুদের প্রতি আপনারা কবিতাটি পুরো পড়ে তারপর ঘঠন মূলক মন্তব্যে আসার জন্য । এটি একটি আমাদের সমাজের বাস্তব উপাখ্যান অবলম্বনে রচিত।ভালো থাকুন সবায় ধন্যবাদ।