আমার অর্ঘ্য সোনা চাঁদের কণা
তোমার মুখটি কেন ভার,
বাবা আসছেন ক'দিন পরে
বলতো ভাবনা কিসের আর ।
বলতো বাবা তোমার জন্য
আনবো কি রঙ্গিন ঘুড়ি,
তোমার মায়ের জন্য আনবো
আমি এক জোড়া শঙ্খ চুড়ি ।
লাল টুকটুকে পুতুল কিনেছি
হবে তোমার খেলার সাথী,
তোমায় নিয়ে ঘুরে বেড়াবো
এক্ষনি সেই আনন্দে মাতি।
বক্ষ আমার শীতল হবে সদা
তোকে নিয়ে এই আদুরে বুকে,
জন্ম নিয়ে দেখা হয়নি বাবা'কে
জানি অনেক কষ্ট আর দুঃখে।
একটু হাসো বাবা তোমার জন্য
আনবো আমি আটটি আঙ্গুটি,
তোমার হাতে পড়িয়ে দিবো
খুশিতে আত্নহারা ঐ চন্দ্র বাটি।
রচনাকাল
১৫।০৯।২০১৪
ইউ এ ই । (জীবনবোধে শিশুতোষ ছড়া )