ছিলো না কন্ঠে মুক্তোর মালা
ছিলো সুরেলা সুর,
কপালে লাল টিপ
উজ্জ্বল আলো ভাবনা বহুদূর।
বদন খানি মৌন মাধুরী ঘেরা
সুনীল মেঘের বান,
আঁখি সলিলে তলে
আমায় দেখে খুশিতে আঁটখান।
সুর তেজ তোমার বেড়ে গেলো
আসর মাতিয়ে গান,
আমায় ছিলো বুঝি
তোমার গানের বসন্তের ঐ প্রাণ।
মন গগন- আঙনে আমায় নিয়ে
গায়'তে কত ভাবে,
কথা ছিলো দু'জনে
কাটাবো সাথে দিন যেমনি যাবে।
আজ সব সুর যে দূর হয়ে গেলো
মেহেদীর রঙ্গে হাত,
বাসর সাজালো অন্যে
তোমায় নিয়ে রঙ্গিন করলে রাত।
কবিতার ছলে লিখে দিয়েছিলাম
ছন্দের গন্ধে মাখা,
সুনাম কুড়ালে বিশ্বে
আমার জীবন করে গেলে ফাঁকা।
ক্ষতি নেই কষ্টের রঙ কাঁদালেও
লিখবো শত গান,
তুমি গায়'বে সুরে
গান মাঝে কষ্ট ভায়োলিনের টান।
যে টানে তোমার হৃদয় কাঁপাবে
নোঙর ছেঁড়া পাল,
ব্যর্থ পূজার পুষ্প
ছিঁড়ে গেলে স্বপ্নেরা আজ বেসামাল।
কাব্যিক ছন্দে লিখে যাবো স্বরলিপি
ব্যর্থ প্রেমিকের সুর
কষ্টের প্রেম কাহিনী
সাজাবো সা,রে,গা,মা তুমি যে বহুদূর।
তুমি সুখী হও চাঁদের হাসির আলো
পড়ুক তোমার মুখে,
প্রেম থাকুক বেঁচে
আমার লেখনীতে তোমার গানে সুখে।
রচনাকাল
১৬।০৯।২০১৪
ইউ এ ই।