সাহিত্যে জীবনের কথা বলে,জীবন সাহিত্য কে সাজাই। এ এক অদ্ভুত অনুভূতি অবুঝ মনের প্রকাশ ।ভালো লাগা ভালোবাসা একে অন্যে'র মনের প্রতিবেশি । যা কেবল কাব্যিক মনের মানুষই তার মুল্য বুঝেন ।
আমরা এইখানে কেউ শিখাতে আসিনি শিখতে এসেছি । মন্দের মাঝে মন্দ কে দূরে সরিয়ে ভালো'র মাঝে ভালো কে খুঁজে বেড়াতে আমাদের এই অক্লান্ত পরিশ্রম । মানুষ বলতে বলতে ভাষ্যকার্,সুর করতে করতে সুরকার, লিখতে লিখতে রাইটার । এ যে এক জীবণ ঘঠনের সমীকরণ ।
কবিতা-কথার উপর কথা সাজিয়ে ভাব টা গহীনে রেখে শব্দের সাথে শব্দ মিশিয়ে যে এক অর্থ পূর্ণ ভাব তৈরি করা হয় তাই হচ্ছে কবিতা ।
সাহিত্য এবং কাব্য - উপমা দিয়ে ঘেরাকলে বাঁধা যে ,মনের মাধুরী সাজিয়ে কাহিনী তৈরি করা'র নামই হচ্ছে সাহিত্যকথা ।যা সমাজ সংসারে এন্টিবায়োটিক ঔষধের মত কাজ করে ।
আসুন আমরা সবায় মিলে সেই রকম কবিতা ও সাহিত্য সাজাই মনের মত করে ।