তোমার রূপে চন্দ্রের আলো
লাজে পড়ে মুখ লুকালো
মন ভোলানো হাসি।
প্রভাত রবির তির্যক ঝলক
পড়েনা ঐ রূপের পলক
তাই তো ভালোবাসি।
তোমার দেহের কোমল গড়ন
কাজল কালো আঁখি তোরণ
যেন আকূল নীলিমায়।
অধরে মসৃণ আলো রাঙানো
কোমল সুখে মন ভোলানো
ঝরনা পাড়ের ঝরণায়।
দূর্বাঘাসে শিশির জলের রাশি
ঝরে টুপ টুপ প্রভাত নিশি
কমলা কোষী ঠোঁট।
টগবগিয়ে শরীর শিউরে উঠে
ঐ চম্পাকলি পলাশ ফোটে
উত্তাল ঢেউয়ের তট।
রচনাকাল
১২।০৯।২০১৪
ইউ এ ই