জানি খুব যতনে রতন মিলে কাব্য সহবাসে,
ভেবে লিখো মন সঙ্গোপনে এইনা দূরদেশে।
প্রাণ আকুতি ভরা সচেতনার ধ্যানে উপহার
সমাজ কে সুস্থ  কর  সাজাও কাব্য সম্ভার।

সজল  আঁখিতে আঁক চিত্র এনে কারুকাজ,
অন্যায়ের ক্রুর  হাসি গলে ফাঁসি,চরমরাজ।
বিশ্বনিখিল  আজ কান্নার ঢলে উজান ঢেউ,
স্নিগ্ধ জননী বঙ্গভূমির ব্যাথা বোঝেনা কেউ।

মন তোরে বলি উঠা চেতনার তুলি অহোর্নিশ
কল্যাণময়ী ধরিত্রীর বুকে তুই অয়ী শুভাশীষ।
ভিখ মাগি ভেজা আঁখিজলে গড়ে উঠ পাহাড়,
অনিয়মের কলরব এত ভারী ক্ষমতা যে যার।

প্রতিবাদী আগুন জ্বালা দ্বিগুন মধুর কাব্যরসে,
দেখ একদিন ভূতলে লুটাবে অন্যায়,মধুমাসে।
ষোড়শীর যৌবন যেমনি সাজে মন তুই সাজ,
গগনললাটে চুমু এঁকে'দে রঙ্গিন বস্ত্র কারুকাজ।

পল্লবঘন আম্রকানন আজ স্তব্ধ অতল দিঘিজল,
নোংরা মনের কিছু দানব ধ্বংসে ছিটায় হুলুছল।
শান্তির নীড় সাজা কাব্য গানে,কবিতা,সাহিত্যে
মন তোরে বলি তুই অস্ত্র মোদের ভূবন সাজাতে।

রচনাকাল
১৩।০৯।২০১৪
ইউ এ ই।