-
আবেগে প্রেম
আবেগের বানে বন্দি মুনা প্রেমে মধুর আসরে,
আকাশে কালো মেঘ জমেছে নিশি অভিসারে।
প্রেমিক ধুরন্ধর মনে ভিডিও সাজালো তিমিরে,
এ যেন প্রেমের খাঁদ পেতেছে নগ্নতা শিবিরে।
অন্যত্র বিয়ে
মুনা রূপে রূপবতী সদা চঞ্চলমতি ব্যস্ত ক্ষণ
বাবার ইচ্ছায় বিয়ে করলো সে ধনীর মনরঞ্জন।
অসীম ধনাঢ্যে ভাসছে মুনা স্বামী সংসার নিয়ে
একদা আগমন পুরানো প্রেমিক তার ঘরে গিয়ে।
আচমকিত মুনা
প্রেমিকের আচমকায় আগমনে মুনা দিশেহারা,
কোন মতলবে গেলো মনটা চিন্তায় পাগলপারা।
মুনা'র সুখের চিত্র দেখে প্রেমিক ভাবে মনে মনে,
ফাঁদ পাতবে মনের মত করে মুনার মনের সনে।
অস্থির মুনা
অস্থির মনে মুনা জিজ্ঞাসসিলো তার আগমনের কথা
পুরানো প্রেমিক ঠোঁট চেপে হাসলো নিষ্ঠুর বারতা।
গোপন ভিডিও তুলে ধরে প্রেমিক মুনার আঁখিপাতে,
তা দেখে মুনা চমকে উঠে জ্ঞান হারালো সেই রাতে।
সমাধান চায় মুনা
স্বামীর অজান্তে সমাধান খোঁজে অনেক টাকার চুক্তি,
পুরানো ভিডিও তুলে দিবে মুনার হাতে তেমনি উক্তি।
দুষ্ট মনে প্রেমিক টাকা নিলো জোর করে আবার শয্যা
চুক্তিতে বড়ই অসহায় মুনা আহারে কি করুণ লজ্জা।
ছলনার শেষ নেই
পুরানো ভিডিও মুনার হাতে দিয়ে মুচকি হেসে গেলো,
ক'দিনপর মুনা আবার ফোন পেয়ে বিজলী ঝংকার দিল।
নতুন ভিডিওর কথা শুনে মুনা চমকে উঠে অবাক নয়নে,
সারা দিনরাত ভাবতে থাকে উদার ভঙ্গিমায় গভীরস্বপনে।
আবার চুক্তি
টাকার বিনিময়ে সম্ভ্রম রক্ষা করছে মুনা স্বামীর সুখের ঘরে,
জানাজানি হলে রক্ষে নেই আর দাম্পত্য ভাঙ্গবে চিরতরে।
পুরানো প্রেমিক ফের এলো টাকা নিতে তার শোবার কক্ষে,
অশ্লীল ভঙ্গিমায় হাসতে থাকে টেনে নিতে চায় তার বক্ষে।
মহাবিপদ
জোড় খাটাচ্ছে প্রেমিক দুষ্ট মনে ভোগের নেশা'য় সে উন্মাদ,
উপায়ন্ত না দেখে মুনা অচেতন মনে মাথায় করলো আঘাত।
নিমিষেই লুটিয়ে পড়লো প্রেমিক কক্ষে রক্তে ভাসছে গঙ্গা,
শ্বাসের আদান প্রদান হচ্ছে না দেখে মুনা হারালো জ্ঞানসজ্ঞা।
যা হবার কথা
প্রকাশ করেনি মুনা কভু স্বামীর কাছে ঘটে যাওয়া এত ঘটনা,
যখন সে বিপদের চাঁদরে জড়িয়ে গেলো বেজে উঠলো রটনা।
এমন জীবন কঠিন ফাঁদে পড়ে যাচ্ছে আবেগ বশে কত নারী,
নিজেকে সামলে রাখো নিজের মত ,সতর্কতা জীবন তরবারি।
রচনাকাল
০৮।০৯।২০১৪
ইউ এ ই।
বিঃদ্রঃ-অনুরোধ থাকলো আমার সকল শ্রদ্ধাভাজন কবিবন্ধু এবং সম্মানীত পাঠক বন্ধুদের প্রতি আপনারা কবিতাটি পুরো পড়ে তারপর ঘঠন মূলক মন্তব্যে আসার জন্য । এটি একটি আমাদের সমাজের বাস্তব উপাখ্যান অবলম্বনে রচিত।ভালো থাকুন সবায় ধন্যবাদ।