চাকচিক্যে আকৃষ্ট হওয়ার আগে
জেনে নাও স্বরলিপি,
কোন সুরে গাইতে হবে গতিময়
জীবনে সাজানো অনুলিপি।
কথার ছলনায় মজায়ো ও না মন
কাঁঠাল কোষে আঁটি,
কঠিন আবেগে লুটে নিবে সকল
জীবন করবে মাটি।
বাহির থেকে করো না যাচাই কভু
নীল নদের পানি,
গভীর সমুদ্রে কত আছে হিংস্রতা
একত্রিশ বছরে জানি।
সোনালী ঊষার রবির আলোর মত
সোনায় সোহাগা কথন,
ধীরে ধীরে কাছে টানবে দাঁড় বেয়ে
ভাবাবে মনের মতন।
ভাবার আগে দেখে নিবে যত্ন করে
আসলে'কি খাঁটি সোনা,
নাকি কামনায় ভাসাবে চতুর রঙ্গে
গভীর জলের পোনা।
করো না ক্ষতি কারো জীবন তরঙ্গে
ক্ষণিকের রঙ্গিন মনে,
বিধাতা বসে আছেন উপর ইশারায়
খেলবে তোমার সনে।
জ্ঞানের আলোয় ভুবন বিজয় আনে
সাবধানে ছাড়ো শ্বাস,
সপ্তডিঙ্গায় পাল তোল সঠিক পথে
ছড়াবে সুগন্ধ সুবাস।
রচনাকাল
০৭।০৯।২০১৪
ইউ এ ই।