তোমার চুল গুলো বেঁধে দিই অতি যতনে
অঙ্গের বাঁধনে বেঁধে ,হাতে কর রান্নাবান্না,
পরশ বুলিয়ে দিই ঐ কালোকেশী কাননে
চোখের ভাষার স্বরলিপি হীরা চুনি পান্না।
ইশ!! জটলা লেগেছে এলোমেলো চুলে
সিঁথির সিঁদুরের উপর পড়ে আছে ক'খান,
বাম আঁখির স্বরূপটা যেন ঘিরে রেখেছে
কষ্ট করে তোমার চোখের চাউনিতে প্রাণ।
রবির আলো পড়েছে যেন চুলোর আগুনে
আলো ঝলমল করছে তোমার সুন্দর মুখ,
আমি অবাক হয়ে তাকাই সেই আলোতে
খোলা চুলে পড়ে থাকা সোনালী ক্ষণ সুখ।
এই নড়ো না যেন,বসো চুপটি করে নীরবে
আমি সাজাই কালোচুলে সুন্দর বাগানখানি,
আঙ্গুলি দিয়ে প্রথমে ভাঁজ করে নিই পরশে
অতঃপর দুষ্ট মনের, ভালোবাসায় সিঁথা টানি।
তোমার মাথার চুলের লোভনীয় গন্ধে মাতি
সৌরভে সুবাসিত করে আমার নাকের ঘ্রাণ,
সংস্পর্শের বানে সৃষ্টি প্রেম উন্মাদনা যেন
সতেজ ভালোবাসায় গড়া মোদের দুটি প্রাণ।
যাও আয়নায় গিয়ে দেখো নিজের মুখখানি
কাজলের কালিতে ভ্রমর কাঁপানো ঐ আঁখি,
সাজিয়েছি যতন করে ভালোবাসার কাব্যে
তোমার চুলগুলো যেন সারা জীবন ধরে রাখি।
রচনাকাল
২৮।০৮।২০১৪
ইউ এ ই।
বিঃদ্রঃ-আজ প্রকাশিত হলো 'ভালোবাসার অংশ বিশেষ'২য় খন্ড 'তোমার চুল গুলো বেঁধে দিই"।আমি মনে করি সবার বিবাহিত জীবনে এমন কিছু ভালোবাসার মধুময় ক্ষণ এসে থাকে আর সেই দিক খেয়াল করে কবিতাগুলো রচনার প্রয়াস চালাচ্ছি ।ভালো থাকুন সবায় ।