তোমার তৃষ্ণাতুরের হাসি দেখিয়া
ভাবিয়াছিলাম সূর্য আসিয়াছে ঘরে,
হিসাবের অঙ্কপাত চাহি মিলাতে
জীবনের পাতায় যোগীর রূপ স্বরে।
এই তো সেই দিন চলিয়া গেলে
অনুরাগে-রাঙা মলিন বদন মেলিয়া,
এক বার পিছু ফিরিয়া চাহিলে না
ক্ষত স্থানে কষ্টমনে গিয়াছ ফেলিয়া।
খুনসুটি শুরু করিয়াছ তুমি প্রেমে
নীল কষ্টবিধূর বাদাম উড়াইয়া,
আমি বোবা কান্নায় কাঁদিয়াছি সদা
বরষে ভেজা চোখে মাদুর বিছাইয়া।
যখন বুঝিতে পারিয়াছ ভুলের কল
নড়িয়াছে তোমার বিবেকের দ্বারে,
দেরি হইয়া গিয়াছে বড্ড ,জীবন
প্রদীপ নিভু নিভু আজি এই অন্তরে।
আমার শূন্যতায় মোমদীপ জ্বালাইয়া
তুলসী পাতার গোড়ায় দিও জল,
ছিঁড়িয়া আনিয়া দিও মোর চক্ষু তলে
কাঁদিও না,শ্বাস যখন হইবে নিশ্চল ।
রচনাকাল
২৪।০৮।২০১৪
ইউ এ ই।