অ-অন্তর জুড়ে ভয়ে আলোড়িত কখন ছাড়তে হবে এই ঘর,
আ-আমার কঙ্কাল দেহের মন ভুলিনি মাটির নিচে শেষ স্তর।
ই-ইহকালের সকল ধন সম্পত্তি শুধুই বলি আমার অহংকার
ঈ-ঈষায় হাসে মন জিজ্ঞাসা কি তোমার? ক্ষান্ত জীবন ঝংকার।
উ-উছলায় ভাসি সুখে আরাম আয়েস লোভে করি কত অন্যায়,
ঊ-ঊড়ু উড়ু মন ভাবে অকারণ ধূসর সময় কখন ভাসবে বন্যায়।
ঋ-ঋণ পিতা-মাতার কাছে শোধ হবার নয় তবু ঠাঁই যে বৃদ্ধাশ্রম
এ-এমন দরদী কু'সন্তান যেন কারো না হয়,ক্ষীপ্ত হয়ে উঠে পশম।
ঐ-ঐ দূর নিলীমায় বসত করেন এই প্রাণের মালিক মহান প্রভু,
ও-ও ভাবে কাটিয়ো না বেলা,শেষ সাঙ্গলীলা একবার ডাক তবু।
ঔ-ঔষধ এ সারবে না ব্যাধি,যখন আসবে ডাক ও'পাড়ের ভেলা,
ক- কথায় কথায় খেলো না মন রঙ্গিন চশমায় জীবন চাবি তালা ।
রচনাকাল
২২।০৮।২০১৪
ইউ এ ই
বিঃদ্রঃ - অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ এবং ক ।