চুপটি চুপটি করে কাছে আসা,
ইনিয়ে  বিনিয়ে  আঁখির ভাষা
শিখিয়ে'ছ তুমি আবেগে প্রেম,
যে প্রেম কাছে টেনেছে,
অসীম  ভালোবেসেছে
মনে প্রেমঢেউ খেলেছে,
সেই প্রেম কি করে আমি ভুলি,
চলে গেছ সে প্রেমআঁচল তুলি
খেললে কেন এই রকম গেইম,

অঞ্জনা,অঞ্জনা ,অঞ্জনা ও অন্যনা
তাই তোমাকে নিয়ে গাই বন্দনা ।।

কোন  আশায় বলো চলে গেলে,
তোমার চেনা সুখ কি তুমি পেলে,
নিরাশ হয়ে'ছ আমি  ভালো জানি,
ভাবনি একবার আমাকে,
গভীর প্রেমে শুধু কাঁদাবে,
প্রেম  হীন সুখে  ভাসাবে,
এ কেমন প্রেমের নিঃসঙ্গতা ছলনা,
শান্তিহীন মৌবনে কষ্টের গাঢ় যন্ত্রণা
জীবন স্বরলিপি তুমি আমি তা মানি।

অঞ্জনা,অঞ্জনা ,অঞ্জনা ও অন্যনা
তাই তোমাকে নিয়ে গাই বন্দনা ।।


রচনাকাল
২০।০৮।২০১৪
ইউ এ ই

বিঃদ্র- এই গীতি কাব্য টি আমি আমার প্রিয় শিল্পী মনির খানের জন্য লিখলাম -গানটির সুর  করবেন  ইথুন বাবু ।