আমি কবিতায় যাযাবর খুঁজি কাব্য,
           মনের চরাচর,
কভু দন্ধরণে মাতি নিরালা নিশিতে
          আপন পরাপর।
নির্জন স্থানে সংস্পর্শের বানে সৃষ্টি
           কাব্যের ঘর,
কখনো চলে যাই দেবদারু-দ্বীপে
          দূর্বাজল ঝরঝর।
নক্ষত্রের চেনা ছায়া পৃথিবীর মায়া
           মানুষীর রূপ,
আমি কবিতায় সাজায় তার  দেহ
            সমুদ্র স্বরূপ।
কখনো  ভাসি  কামার কুমার চাষি
           কষ্টময় জীবন,
কভু  ভাসি  সেই  হায়নার দূর্গন্ধে
          বঙ্গপিতার মরণ।
দূর-কুয়াশায় ঝাপসা ভাসি শুভ্রতায়
         বঙ্গপিতার মৃত্যুতে
শোকে বিহ্বল আজ কলমের কালিতে
         আশপড়শী শত্রুতে ।
কভু ভাসি সেই বীরঙ্গনা মায়ের বক্ষে
           স্বপ্নের শিবিরে,
মান হারিয়েছেন ক্ষত করেছেন সম্ভ্রম
           কষ্টের গভীরে।
আবার কখনো ভাসি ভাষার বাসরে
        বংলামায়ের বুলি,
সম্মান  জানাই  তোমার চরণ তলে
          সর্পিল প্রাণখুলি ।


রচনাকাল
১৫।০৮।২০১৪
ইউ এ ই ।

বিঃদ্রঃ-আলোচনা সভায় "কুইজ প্রতিযোগিতা" আর মাত্র আজকের দিন বাকি । সবার অংশ গ্রহণ কামনা  করছি ।