চলছি পথে নিঃসঙ্গতা সাথে
দিবা নিশি প্রাতে সঙ্গে মাতে,
মনে উদাসীনতা শুধু শূণ্যতা,
কেবলি মৌনতা খুঁজি সঙ্গতা।

যন্ত্র নয় মন শুধু ভাবে অকারণ
জীবন যৌবন এ ভাবেই খনন,
সঙ্গের সুজন শান্তিহীন মৌবন
আমি তোমাকে চাই ও প্রিয়জন।

টাকায় টাকা জীবন পথ বাঁকা
টাকা ছাড়া ফাঁকা একা থাকা ,
জীবনের প্রশাখা তুমি যে সখা
সংসার পাকা তাই দূরে রাখা।

কুসুমের কলি ফুটেছে যে অলি
মনে স্নেহ ঝুলি ভরে রাখি থলি,
চোখের বালি মনে কষ্টের ফালি
চাই থাকতে ভুলি মন বলে চলি।

অস্থির সময় তাল খুব বেসামাল
ব্যস্ততার অবিরল চাই সুখ সজল,
একাকীত্বের দূর্বাজল গাই গজল
স্বপ্নে খুঁজি তল ঐ আঁখি কাজল।

রচনাকাল
১৪।০৮।২০১৪
ইউ এ ই।


বিঃদ্রঃ-আলোচনা সভায় "কুইজ প্রতিযোগিতা" আর মাত্র দুই দিন বাকি । সবার অংশ গ্রহণ কামনা  করছি ।