-
জীবনের মানচিত্রে আমি কাউরে করি'নি ভয়,
এ দিক ওদিক যেদিক ছুটিয়াছি সঙ্গে সৃষ্টি রয়।
জীবনের অপূর্ণতা-পূর্ণতায় আনিয়াছি বর্ণ বাঁধা তাঁতীর মতো,
ভুবনের আদালতে যুদ্ধ করিয়াছি সঙ্গে কুমার কামার চাষি শত।
শৃঙ্খলতায়,ন্যায়েরপক্ষে গাঁথিয়াছি কত সুতাহীন ফুলের মালা,
নয় মাস করিয়াছি যুদ্ধ,ভাঙ্গিতে বিঘ্নের দ্বার,সহিয়াছি কত জ্বালা।
শিকলে বাঁধিয়াছে অবরুদ্ধ দেহ কারাগারে,ঘুর্ণিত মনে জীর্ণ শীর্ণ,
পড়িয়া রহিয়াছিল মন বাংলার আনাচে কানাচে সুরে বাঁশি বিকির্ণ।
পাক বাহিনীর অত্যচারে বাংলার বাতাস কাঁদিয়াছিলো বক্ষচৌচির,
অনউর্বর করিয়াছে মাটি কাঁদিয়া কাটাইয়াছি বন্দি, বিবেক বধির।
আর্তনাদে ভরা বাংলার জনমুখে অলিগলি,তথা প্রত্যান্ত অঞ্চল,
পাক'বর্বরতায় সর্বদা দুঃসহ শান্তির বিপ্লবের জয় খুঁজিয়াছি চঞ্চল।
নিরঙ্কুশ সূর্য যেন আমায় হাসিয়া কহিলো,পাইবো শান্তির আশ্রয়,
জীবন আঙিনায় সেই স্বপ্ন বুকে লইয়া ফিরিয়াছি অর্গল সাশ্রয় ।
স্বপ্নের ডালিতে সদা সাজাইয়া রাখিয়াছি উঠিবে কবে উজ্জ্বল রবি,
জ্বলিয়াছে আগুন উঠিয়াছে তুফান,ক্ষত বিক্ষত বাংলা মায়ের ছবি।
মানচিত্রে দেশ জন্মভূমি বাংলাদেশ করিয়াছিলাম যে দিন স্বাধীন,
মুক্ত হইয়াছি সকল বাঁধা বিপত্তি আমরা নয়'তো অন্যের অধীন ।জীবনের মানচিত্রে আমি কাউরে করি'নি ভয়,
এ দিক ওদিক যেদিক ছুটিয়াছি সঙ্গে সৃষ্টি রয়।
জীবনের অপূর্ণতা-পূর্ণতায় আনিয়াছি বর্ণ বাঁধা তাঁতীর মতো,
ভুবনের আদালতে যুদ্ধ করিয়াছি সঙ্গে কুমার কামার চাষি শত।
শৃঙ্খলতায়,ন্যায়েরপক্ষে গাঁথিয়াছি কত সুতাহীন ফুলের মালা,
নয় মাস করিয়াছি যুদ্ধ,ভাঙ্গিতে বিঘ্নের দ্বার,সহিয়াছি কত জ্বালা।
শিকলে বাঁধিয়াছে অবরুদ্ধ দেহ কারাগারে,ঘুর্ণিত মনে জীর্ণ শীর্ণ,
পড়িয়া রহিয়াছিল মন বাংলার আনাচে কানাচে সুরে বাঁশি বিকির্ণ।
পাক বাহিনীর অত্যচারে বাংলার বাতাস কাঁদিয়াছিলো বক্ষচৌচির,
অনউর্বর করিয়াছে মাটি কাঁদিয়া কাটাইয়াছি বন্দি, বিবেক বধির।
আর্তনাদে ভরা বাংলার জনমুখে অলিগলি,তথা প্রত্যান্ত অঞ্চল,
পাক'বর্বরতায় সর্বদা দুঃসহ শান্তির বিপ্লবের জয় খুঁজিয়াছি চঞ্চল।
নিরঙ্কুশ সূর্য যেন আমায় হাসিয়া কহিলো,পাইবো শান্তির আশ্রয়,
জীবন আঙিনায় সেই স্বপ্ন বুকে লইয়া ফিরিয়াছি অর্গল সাশ্রয় ।
স্বপ্নের ডালিতে সদা সাজাইয়া রাখিয়াছি উঠিবে কবে উজ্জ্বল রবি,
জ্বলিয়াছে আগুন উঠিয়াছে তুফান,ক্ষত বিক্ষত বাংলা মায়ের ছবি।
মানচিত্রে দেশ জন্মভূমি বাংলাদেশ করিয়াছিলাম যে দিন স্বাধীন,
মুক্ত হইয়াছি সকল বাঁধা বিপত্তি আমরা নয়'তো অন্যের অধীন ।
উল্লাসে মাতিয়াছি জয়ের'জয় গানে মুহূর্ত ছিলো ভায়োলিনের তার,
১৫ই আগস্ট, ১৯৭৫ কাল রাত্রিতে গোটা পরিবার পুড়িয়া ছারখার।
কাঁদিয়াছে বাংলা-বিশ্ব শোকের মাতমে পড়িলোনা আমার অশ্রুজল,
আমি তোমাদেরই দিয়া গেলাম এক খানা স্বপ্নরাজ্য বাংলা উজ্জ্বল ।
রচনাকাল
১৩।০৮।২০১৪
ইউ এ ই