তোমায় ছুঁবো না ওগো লাজময়ী
তাকাও লাজুক নয়নে,
আলোর আভায় উজ্জ্বল ঝলকে
কবিতা লিখবো শয়নে।
ভ্রমর পাড়ে বসে ভাবুক মনে
শব্দ করবো খোঁজ,
তোমার রূপের কাব্যে লিখবো,
মনটা বড়ই অবুঝ ।
প্রেমবরষার স্রোতের গহনতলে
খুঁজবো শুধু ব্যাকরণ,
চুপটি করে বসে থাকো যতনে
নড়ছো কেন অকারণ।
মিটেনা স্বাদ কভু আঁখির চাউনিতে
সহসা সরমে বাধে,
তোমার খোঁপায় দিলাম গোলাপ
কবিতায় উপমা রাধে।
এবার খুব অভিমানে তাকাও দেখি,
চোখের পলক ফেলে,
তার ভিত্তিতে কয়েকটা লাইন লিখি
আমার নয়ন মেলে।
উপস! হেসো না অধর কাঁপিয়ে,
দূর্বাজল ভেজা মাঠ,
কবিতার ভাবে পাঠক ভেসে যাবে
রসালো সাহিত্যের ঘাট ।
তোমার নূপুরের রিনিঝিনি তালে
ছন্দ করে খেলা,
কাব্য হাসে মনের গতিতে সোহাগী
আসরে কবিতার মেলা।
রচনাকাল
১২।০৮।২০১৪
ইউ এ ই