বিষাদে ভরা  মন কষ্টের রোগ,
বুঝিনা ক্ষণ কিসের এই শোক।
তাপে জ্বলে দাবদাহ হৃদে দুঃখ,
তপ্ত অনলে পুড়ি খুঁজি তবু সুখ।

নূপুরের  রিনিঝিনি ও সোহাগিনী
ইট পাথরে গড়া মনের সুবাসিনী।  
মুমুর্ষ মন  কেবল ভাবে অকারণ,
তোমার ভেজাচুলে চেনা আবরণ।

চন্দ্র  আলোর  তির্যক হরিণ চোখ
অর্গল সঙ্কীর্ণতা মলিন গ্লানি মুখ।
স্বপ্নের জাল বুনেছ সুক্ষ নির্ভেজাল  
মনে আজ কষ্টবান ঝরে দূর্বাজল।

প্রেম  প্রোজ্জ্বল সুখ খুঁজি অবিরল
দিয়েছ যে প্রেম আজ তা অস্তচল।
আমি  ভাবি মনে ,নিশি জাগরণে  
মন কষ্টে কাঁদে  দংশিত শিহরণে।  

আমি স্বপ্নের ডিঙায় বেঁধেছি নীড়
তোমায় সাজাবো কূলে তরী তীর।
এ বুক ফালাফালা ফেটে চৌচির,
অন্তর্যামী জানে অপেক্ষায় অধির।

রচনাকাল
৯।০৮।২০১৪
ইউ এ ই