বৃষ্টিমুখর  লাজুক গাঁয়ে  শ্রাবণঘেরা আঁধার ক্ষণ,
গ্রামের মেয়ে ছোট্ট খুকি যাচ্ছে হেঁটে চঞ্চল মন।
ছুটির ঘন্টা বাজলো ইস্কূলে হবে'যে বাড়ি ফেরা,
গাঁয়ের রাস্তার মেঠো পথে গাছ গাছালিতে ঘেরা।

পূবালী বাতাসে বৃষ্টির তালে ভিজিয়ে যাচ্ছে দেহ,
খুকি বিহীন ঐ পথধরে দ্বিতীয় আর নেই যে কেহ।
সাহসী মনে খুকি ছুটলো দ্রুত স্বাগত দুপুর বাঁকে
হঠাৎ  বিজলী  চমকে থমকে গেলো চঞ্চল পাকে।

দীঘির পাড়ের বট গাছটা তে পথপথিকের আশ্রয়,
বরষ ক্ষণে উত্তাপ গগণে শান্তি শীতলতার প্রশ্রয়।
খুকি  দৌঁড়ে আশ্রয় নিলো সেই বটবৃক্ষের তলে,
নজরে পড়লো এক যুবক হাসছে শুধু অশ্লীল ছলে।

শঙ্কিত মনে নির্জন ক্ষণে  খুকি  ভয়ে বেশ জড়সড়,
যুবক এগিয়ে ধরলো হাতখানি খুকি করছে নড়বড়।
আকাশের  সাথে খুকি কাঁদলো রক্ত স্রোতে ভেসে,
আকাশ ফাটলো জগত কাঁদিয়ে খুকির শ্বাস-নিঃশ্বাসে।

বিবেক তাড়িত করে মনে দুর্ভিক্ষের আঁচলের রূপে
কবে ফিরবে মানব সন্ধ্যাদীপ জ্বেলে জ্ঞানে স্বরূপে।

রচনাকাল
১৭।০৮।২০১৪
ইউ এ ই।