প্রিয় শ্রদ্ধাভাজন'বাংলা কবিতার আসর'সকল কবিমন্ডলী এবং সম্মানীত সকল পাঠক,পাঠিকাগণ আপনার মেধা কে একটু ধার দিয়ে শানিত করুন এবং জিতে নিন ১ম-২য় -৩য়- ৪র্থ এবং ৫ম যে কোন একটি পুরস্কার ।
নিয়মাবলী-
১। এইখানে ১৫ টি প্রশ্ন আছে ১৫ টি প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে।
২। একটি ভুল উত্তর দিলে নাম্বার মাইনাস  হবে ।
৩। এবং পাঁচের অধিক সঠিক উত্তরদাতকে লটারির মাধ্যমে বিবেচনা করা হবে ।
৪।ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৫/৮/২০১৪ তারিখের পর।

প্রশ্নসমূহ- প্রত্যেক প্রশ্নের মান সমান-
১। 'কবিতা' বলতে হবে কবিতাটি কার লেখা ?  
ক- কাজী আনিসুল হক
খ- সুখেন্দু মাইতি
গ- আহমাদ সাজিদ
ঘ-মহারাজ

২। 'চির আলিঙ্গণ' বলতে হবে কবিতাটি কার লেখা ?
  ক-অরুণ কারফা
  খ-সুবীর কাস্মীর পেরেরা
  গ-রইসউদ্দিন গায়েন
  ঘ- পলক রহমান

৩। 'স্বপ্ন পাখি' কাব্যগ্রন্থ টি  কবি পল্লব কাকে উৎসর্গ করেছিলেন?
ক-তাঁর স্ত্রী কে
খ- তাঁর বাবা- মা কে ।
গ-বড় বোন
ঘ- সন্তান

৪। 'দুঃখ বোধের সরলতা' কাব্যগ্রন্থটি কবি কবীর হুমায়ূন কাকে উৎসর্গ করেছিলেন?
ক- অহনা
খ- মিমি
গ- খায়রুল আহসান
ঘ-সাইদুর রহমান

৫। 'মনে রেখো আমায়' উপন্যাসটি শিমুল শুভ্র কাকে উৎসর্গ করেছিলেন?
ক-তাঁর স্ত্রী কে
খ- কলেজের বোরহান স্যার কে ।
গ-তাঁর বড় বোন কে
ঘ- বড় ভাই কে

৬।'চর্বিত চর্বণ' বলতে হবে কবিতাটি কার লেখা ?
ক- দীপঙ্কর বেরা
খ- বিভূতি দাস
গ- কবি মোঃ ইকবাল
ঘ-অজিতেশ নাগ

৭। 'মুখই মুখোশ'বলতে হবে কবিতাটি কার লেখা ?
  ক- হাসান ইমতি
  খ- মো: আনোয়ার সাদাত পাটোয়ারী
  গ-অচল পয়সা
  ঘ-পল্লব

৮।'মানবিক ধর্ষণ'বলতে হবে কবিতাটি কার লেখা ?
   ক-মল্লিকা রায়
   খ-অহনা
   গ-তানিয়া
   ঘ-বিভূতি দাস

৯।'খোকা' বলতে হবে কবিতাটি কার লেখা ?
ক- সুদীপ তন্তুবায় (নীল)
খ-সুব্রত সামন্ত (বুবাই)
গ-পরিতোষ ভৌমিক
ঘ- দীপঙ্কর বেরা

১০।'গভীর শিহরণ' বলতে হবে কবিতাটি কার লেখা ?
  ক-সুজাতা
  খ- রুম্পা শিমুল
  গ- সৈকত পাল (নীরব দুপুর)
  ঘ- আহমাদ সা_জিদ

১১। অজিতের নাগের একটি ভিডিও কবিতা প্রকাশ করছেন ,বলতে কবিতাটির নাম কি ছিলো?
ক- রুক্মিণী
খ-পুক্মিণী
গ-কুক্মিণী
ঘ-পক্মিণী

১২। 'আষাঢ়ের প্রথম কদম ফুল' বলতে হবে ভিডিও কবিতাটি  কার,ইউটিউবে প্রকাশিত হয়েছিলো?
  ক-জোহরা উম্মে হাসান
  খ-রুম্পা শিমুল
  গ-সুখেন্দু মাইতি
  ঘ-শ্রাবণী সিংহ

১৩। 'অভিমানী' বলতে হবে কবিতাটি কার লেখা ?
   ক -মহিউদ্দিন হেলাল
   খ-দেবাশিস সেন
   গ-আবু সঈদ আহমেদ

১৪। 'আন্তরিক হও'বলতে হবে কবিতাটি কার লেখা ?
   ক-মল্লিকা রায়
   খ-সাবলীল মনির
   গ-এম. আশিকুর রহমান
   ঘ-দেবাশিস সেন

১৫। 'ত্রিলোচন শর্মা'বলতে হবে কবিতাটি কার লেখা ?
  ক- শহীদুল হক
  খ- কাজী আনিসুল হক
  গ-রুমা চৌধুরী
  ঘ- চরমপন্থি কবি

আপনি বিজয়ী হিসেবে  ১ম-২য় -৩য় পাচ্ছেন একটি 'বাংলা অভিধান' এবং ৪র্থ এবং ৫ম বিজয়ী পাচ্ছেন একটি করে কাব্যগ্রন্থ । (বিজয়ী  পুরষ্কার পুরোটা পোষ্টদাতা বহন করবেন)
'বাংলা কবিতার আসর' এর এডমিন সহ আসরের সবার সহোযগিতা কামনা করছি।

ইতিপূর্বে একটি প্রতিযোগিতা শুরু করেছিলাম। কিন্তু নানা কারণে এডমিনের পরামর্শক্রমে আগেরটি বাতিল করে নতুন করে এই প্রতিযোগিতার আয়োজন করেছি।