হীরের মুকুট দিবো কবিতার গলে
        চন্দ্রতারার আলো,
খুঁজে নিবো সকল মধুর শব্দ বর্ণ
        সৌদামনি মালো।
লাইনের শিখরে সূর্যের  রাস্তায়
        রশ্নি আলোকময়,
রাঙা হৃদয়ের বর্ণলেখার সাজে
       সাজাবো অবিরয় ।
ভেঙেছে ভাঙুক যত অনিয়ম ঘর
       তারা'যে যাযাবর,
রবির প্রভাতের সোনালী ঊষায়
       কবিতায় কারিগর।
উঠুক তুফান জ্বলুক আগুন ধুঁয়া
       বিদ্রোহ করি,
কবিতায় সাজবো ফুলের উপমা
      সাহ্যিত্যের প্রহরী।
রাঙিয়ে দিবো সকল চেতনার দ্বার
       বিবেক বিভাজনে,
শৃঙ্খলদড়ি ছিঁড়বো কাব্য ময়দানে
      কবিতায় নিরজনে।
রামধনুকের গভীর চোখের তারায়
       কাব্যদীপ জ্বলে,
গদ্য কবিতায় পদ্য ভাসে লীলাচলে
        জীবন সর্বোপলে।

রচনাকাল
ইউ এ ই
০৫।২৮।২০১৪