প্রিয় শ্রদ্ধাভাজন"বাংলা কবিতার আসর"সকল কবিমন্ডলী এবং সম্মানীত সকল পাঠক,পাঠিকাগণ আপনার মেধা কে একটু ধার দিয়ে শানিত করুন এবং জিতে নিন ১ম-২য় এবং ৩য় যে কোন একটি পুরস্কার ।


নিয়মাবলী-
১। এইখানে ১১ টি প্রশ্ন আছে তার মধ্যে ১০ টি প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে।
২। একেক টি প্রশ্নের জন্য দশ নাম্বার করে দেওয়া হবে। একটি ভুল উত্তর দিলে নাম্বার মাইনাস  হবে ।
৩। এবং তিনের অধিক সঠিক উত্তরদাতকে লটারির মাধ্যমে বিবেচনা করা হবে ।


প্রশ্নসমূহ- প্রত্যেক প্রশ্নের মান সমান-
১।"আমিও আছি" বলতে হবে কবিতাটি কার লেখা ?
 ক- কবীর হুমায়ূন
 খ-সাইদুর রহমান
 গ-পল্লব
 ঘ-শিমুল শুভ্র


২। "ময়না" বলতে হবে কবিতাটি কার লেখা ?
 ক-হাসান ইমতি
 খ-মল্লিকা রায়
 গ-খায়রুল আহসান
 ঘ-সুদীপ তন্তুবায় (নীল)


৩। "স্পর্শমণি" বলতে হবে কবিতাটি কার লেখা?
  ক-কাজী নজরুল ইসলাম
  খ- জীবনানন্দ দাশ
  গ-সুকুমার রায়
  ঘ-রবীন্দ্রনাথ ঠাকুর


৪।  "আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
     কৌতূহলভরে--
  আজি হতে শতবর্ষ পরে"
বলতে হবে কবিতাটি কোন কবির কবিতায় প্রথম স্তবক ?
 ক-কাজী নজরুল ইসলাম
 খ-অরূপ গোস্বামী
 গ-- রবীন্দ্রনাথ ঠাকুর
 ঘ- কবীর হুমায়ূন


৫।"স্বপ্ন পাখী"বলতে  হবে কাব্যগ্রন্থ টি কার লেখা ?
 ক- পল্লব
 খ- মোঃ আল-আমিন
 গ-রুম্পা শিমুল
 ঘ- পলক রহমান


৬।"আলোচক" বলতে হবে আসরের  কোন কবি মন্তব্যে অনেক সময় ধরে আলোচনা করেন?
  ক-বোদরুল আলম
  খ-শিমুল শুভ্র
  খ-শূণ্য
  গ-আসোয়াদ লোদি
  ঘ-মুহাম্মদ রুহুল আমীন


৭-"সেই অনাকাঙ্খিত ২০১৩ সালে আমরা" বলতে হবে কবিতাটি কার লেখা?
  ক- প্রনব মজুমদার
  খ-সৌমিতা
  গ-শ্রাবণী সিংহ
  ঘ-শিমুল শুভ্র


৮- নক্সী কাঁথার মাঠ কবিতা টি কত খন্ডে খন্ডিত করা হয়েছে?
  ক-১০
  খ-১১
  গ-১৬
  ঘ-১৪


৯-"দুঃখ বোধের সরলতা" আসরের কোন কবির প্রথম কাব্য গ্রন্থ?
   ক-সুবীর কাস্মীর পেরেরা
   খ-পল্লব
   গ-কবীর হুমায়ূন
   ঘ-রুম্পা শিমুল


১০- ১৮৬১ সালের ৭ই মে কোন কবি'র জন্ম তারিখ ছিলো?
   ক-কাজী নজরুল ইসলাম
   খ-জসীমউদ্দীন
   গ-জীবনানন্দ দাশ
   ঘ-রবীন্দ্রনাথ ঠাকুর


১১-বাংলা কবিতার আসরের কত সালে কোন তারিখে জন্ম হয়?
  ক-২০০৯ সালে ২১ ফেব্রুয়ারী
  খ-২০০৯ সালে ২২ফেব্রুয়ারী
  খ-২০০৯ সালে ২৩ ফেব্রুয়ারী
  ঘ-২০০৯ সালে ২৪ ফেব্রুয়ারী


{১২-বাংলা কবিতার আসটির তৈরিতে সম্মানীত এডমিন মূল উদেশ্য কি  ছিলো?
  ক-নিজে কবি বলে কবিতা একক প্রকাশের জন্য
  খ-বাংলা ভাষা কে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য  এবং তার স্ত্রী দু'জনেরই লক্ষ্য ছিলো ইন্টারনেটে বাংলা কবিতা এবং কবিদের নিজস্ব এক ওয়েবসাইটের মাধ্যমে বাংলা কবিতাচর্চা এবং বাংলা সাহিত্যকে বিশ্বের নানা প্রান্তের সকল বাঙ্গালীর হাতের নাগালে এনে দেয়া।
  গ-ব্যাবসা করার জন্য ।
  ঘ- নিজেই কাব্যগ্রন্থ প্রকাশ  করার জন্য ।
উত্তরটি যেহেতু মন্তব্যের মাধ্যমে এডমিন দিয়ে দিয়েছেন, তাই এই প্রশ্নটিকে আর বিবেচনা করা হবে না। বাকি ১১টি প্রশ্নের উপর ভিত্তি করে বিজয়ী বাছাই করা হবে}


উত্তর দেওয়ার শেষ তারিখ আগামী ৩০শে আগষ্ট নাগাদ ।কোন বেক্তির উত্তর এক বারের বেশি ২ বার গ্রহন যোগ্য হবে না ।


আপনি বিজয়ী হিসেবে পাচ্ছেন- (বিজয়ী অর্থ পুরোটা পোষ্টদাতা বহন করবেন )
  ক-১ম বিজয়ী-১২০০ টাকা আপনার মোবাইলে পৌঁছে যাবে।
  খ-২য় বিজয়ী-১০০০ টাকা আপনার মোবাইলে পৌঁছে যাবে।
  গ-৩য়  বিজয়ী -৮০০ টাকা আপনার মোবাইলে পৌঁছে যাবে।


"বাংলা কবিতার আসর" এর এডমিন সহ আসরের সবার সহোযগিতা কামনা করছি।



লক্ষ্য করুণ
এডমিনের সাথে পরামর্শক্রমে এই প্রতিযোগিতা বাতিল করে নতুন করে দেওয়া হচ্ছে আবার। যাঁরা এখানে অংশগ্রহণ করছে, তাদের নতুন প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুরোধ জানানো যাচ্ছে।