অঞ্জলি করি হে বিশ্ব বিধাতা
তোমারি কোমল চরণ তলে,
হৃদয়ের যত জমা পাপ ভাঙিয়া
দাও ভাসাইতেছি নয়ন জলে।
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা
পাপ শুধিতে পারিবো না ঋণ!
আমি পাপি বুঝিলামএই মানব
জীবনে অবগাহনে সীমাহীন।
জানি একদিন তুমি আমায় অবুঝ
নিষ্পাপ পাঠিয়েছ এই ধরণীতে,
আমি আমারি মত করিয়া উগ্র
কাটাইয়াছি দিন ভাবিনী রজনীতে।
বাদামী রং-করা আমার চামড়ার
যত আবরণ খুলিয়া নাও প্রভু,
কালো মেঘে ঢাকা এই জীবনখানি
করুণ বাঁশির সুর বাজাইয়োনা কভু।
তোমার ইঙ্গিতে বড় আসমান ঝড়ে
আঁখির সুমদ্রে উঠে উত্তাল ঢেউ,
আমি কাঁপিতেছি সেই ঝড় প্লাবনে
পাপে ঘেরা শরীর বুঝিল না কেউ।
ভূবন বিশ্বে'র আকাশ বাতাস তরু
লতা সবই তোমারি প্রেমে'র ছায়া,
মরিতে চাহি না আমি অধরা রাখিয়া
জীবন ধারণের কঠিন তোমার মায়া।
ক্ষমো ক্ষমো প্রভু নিবিড় নিকুঞ্জবনে
আমার অজ্ঞান মনের যত সহচরী,
যাহারা ছিল দুষ্ট মনের পরিচায়ক
ভাসাইয়া দাও পাপ বহনকারী তরী।
রচনাকাল
২৭।০৭।২০১৪
ইউ এ ই।