ওরে আয়রে তোরা কে দেখবি
     চন্দ্র,তারাদের মেলা,
     আকাশ মাঠে আলো
জ্বেলে খেলছে রঙ্গের  খেলা।

হারিকেন'টা  নিভিয়ে  দেনা
    সে জ্বলছে মিটিমিটি,
    উত্তর দিকের পবনেতে
জোনাকি'রা জ্বলছে দীপদিটি ।

অর্ঘ্য সোনা মোর মানিক রতন
      চুপটি করে থাকো,
      আমার বুকে মাথা
রেখে ঐ রূপালী আকাশ দেখো।

ওরে তিথি বিথী শিখর সোহাগ
       দেখবি তোরা আয়,
       অর্ঘ্য আমার লাজে
মুখ লুকিয়েছে চাঁদের কলঙ্ক গায়।

দুষ্ট আমার মিষ্টি বাবা খেলছে দেখো
        বাহানা সাজিয়ে মনে,
         কাঁধের উপর চেপে
বসে  উল্লাস আনে মুগ্ধ  প্রাণপনে।

এসো বাবা তোকে এক গল্প শুনায়
        মনের মত করে
       স্নেহ আদরের মনি
আমার চোখেরখনি ভালবাসার ঘরে।

এক দেশে এক রাজা ছিলো এক দেশে
         ছিলো এক  রানী
       গভীর প্রেমের ফসল
তুই অর্ঘ্য সোনা মোদের জীবনগল্প খানি।

রচনাকাল
২৬।০৭।২০১৪
ইউ এ ই ।