মানব জীবন সজল ছায়া
    ভালো মন্দে মিশ্র কায়া
        সুখ দুঃখের শীতল মায়া
            প্রাণ তো এই দেহের নাইয়া ।

বাদামী রঙ্গের সোনার চামড়া
    একটু ধবলে অহং করি আমরা
          ভোগ বিলাসী সুখের কামরা
             বাঁচবো ক'দিন ভেবেছ তোমরা ?

মুহূর্তে পাঁজরগুলো উঠে কেঁপে
      দেখে'ছ কি জীবন'কে মেপে ?
          যম'কে দিতে হবে নিজে'কে সঁপে
              যেতে হবে ধন-সম্পদ ব্যাতিরেকে!!

ক্ষমতা দেখাও সব আমার বলে
      একবার ভাবো তোমার ঐ মনখুলে,
           কি তোমার ভেবে দেখো খেলার ছলে ?
                 যেদিন প্রাণবায়ু উড়ে যাবে স্রষ্টাবলে।

হৃদয়ের সামান্য গুপ্ত উৎসবমুখে
       উচ্ছ্বাসিত হয়ে উঠি অচেনা সুখে,
               রঙ্গিন দুনিয়ায় ভাসি কে রুখে ?
                  সব কিছুর শেষ আছে ধরণীর বুকে ।
      
জীবন প্রদীপ জ্বেলেছেন যিনি
       সে যে মোদের ঐ অন্তর্যামী
              দুই নয়ন পরশের স্পর্শমণি
                   দেখো যদি তব সেই সোনারখনি ?


রচনাকাল
    ২৪।০৭।২০১৪
              ইউ এ ই ।