নোঙরছেঁড়া  হৃদয় হ’তে
তুলে দিয়েছ আমায় ফুল,
জানি ঐ ফুল ছিলো সদা
প্রেমময় করিনি'তো ভুল।

ব্যর্থ পূজার  পুষ্প  ঢেলে
দিয়েছিলো তোমার মনে,
তা তো প্রেম ছিলনা কভু
ছিল কামনা তার দেহরনে।

ছলনায় মেতে'ছে নিরন্তর
তোমার সুযোগের তরীতে,
দাঁড় বেয়ে যাবে ঐ ভেবে
উজান  স্রোতে'র সারিতে।

ভাগ্যিস তুমি আঁচ করেছ
তার চোখ ইঙ্গিতের ভাষা,
নিজে'কে  সামলে  নিলে
বুদ্ধিমতি কুমারী ভালোবাসা।

ওপ্রিয়া আমি বুঝি তোমার
যন্ত্রণায় ভরা মনের সব কষ্ট,
ধন বিলাসে চলে গিয়েছে যে
সেই প্রিয়া জীবন করে নষ্ট।

তার প্রেমের ছলনায় পাথর
গলে হয়ে গেছে তাতে ক্ষত,
আমার প্রিয়া,তোমার প্রিয়তম
ছলনায় করেছে জীবন বিক্ষত।

আসো  সেই  বিক্ষত  স্থানের
হৃদয় কোণে গড়ি শুভ পরিণয়,
হতাশার কষ্টে গোলাপ ফোটায়
জীবনটা নয় যে কেবল অভিনয়।

রচনাকাল
২২।০৭।২০১৪
ইউ এ ই।