আমি কবিতায় পূজা করি
ভাবের পরশের হাত ধরি
বর্ণ আলোয় করি খেলা,
দিনের পর যে রাত আসে
রাতের পর প্রভাত ভাসে
কবিতা নিয়ে কাটে বেলা।
যেই ফুল ফোটেনি আজো
শব্দেরা আসো কাব্য সাজো
সাজিয়ে নাম দেব কবিতা,
সময়ের কিছু আলাপক্ষণে
কবিতার মনের সঙ্গোপনে
শিরোনাম হবে ছন্দছবিতা।
প্রত্যহ যে কত ফুল ফোটে
সব ফুলে কি সুবাস উঠে
তবু নাম দেয় কবিতাকথন,
জীবনের ধারা বয়ে চলে
সাহিত্যকথায় কাব্যের গলে
সচেতনতায় করেছি যতন।
জীবন পথের শেষ ক্ষণে,
কাটাবো যে কবিতার সনে
মনে আছে ঐ শতক আশা,
কাব্যের বুকে বাঁধবো ঘর
ভুলো না কভু মরনের পর
সবার জন্য এই ভালোবাসা।
রচনাকাল
১৯।৭।২০১৪
ইউ এ ই ।