ক- কথা ছিলো পুরুষ ভুবন সাজাবে সঙ্গ দিবে নারী,
খ-খনা'র বচন হয়নি মিথ্যে নারী হলো পুরুষের সহচরী।
গ-গৌরবে নারী সৌরভে পুরুষ রূপ-রস-গন্ধ সুনির্মল,
ঘ-ঘৃত মধু ক্ষার কথায় সংসার সাজায় উর্বর অবিচল।
চ-চা'য়ের কাপে নারী আনন্দ জোগায় ছোট কথার ফাঁকে,
ছ-ছৌ নাচ নাচে গহীন তিমিরে সদা শস্যক্ষেত্রে'র বাঁকে।
জ-জীবন যৌবনে পুরুষের জন্য নারী-নারী'র জন্য পুরুষ,
ঝ-ঝলমলে রাতে মিলে মিশে সাথে তোলে সুখ ঔরস।
ঞ-ঞ'মত জড়াজড়ি করে পাল তোলে বংশ রক্ষার ধারা,
ট- টেনে চলে বিশ্বের নিয়ম সোনালি ধানের শীষে সারা।
ঠ-ঠুনকো কথায় নারী মধু'র অভিমানে ভরায় পুরুষ মন,
ড-ডিগবাজি খায় কভু কথার ব্যাবধানে ভাঙ্গে সৃষ্ট স্বপন।
ঢ-ঢং দেখে সং সাজে পুরুষ নারী'র রূপে হৃদয় উপাড়ি,
ণ-ণিজন্ত ধাতু পেয়েছে দারুন প্রেরণা নারী সুধা সর্বোপরি।
ত-তাল মিলিয়ে চলে নারী পুরুষ সনে অফিস আদালতে,
থ-থাকছেনা কোন ভেদাভেদ জীবনমঞ্চে সৃষ্টি সুখে'র ব্রতে।
দ-দিনে'র শেষে নারী ক্লান্ত পুরুষের সেবা করে যায় নীরবে,
ন-নিশীথে আদর সোহাগে ভরে তোলে স্বামী সংসার সরবে।
প-পুরুষে'র পাশা-পাশি নারী বুদ্ধি দীপ্ত করে সমাজ সেবা,
ফ-ফলায় ফসল বিভাবরী হয়ে অর্ধ বিশ্বে পুরুষের রেবা।
ব-বহমান নদীর স্রোতে'র মত নারী ছুটছে আপন মহিমায়,
ভ-ভোজন করায় পুরুষের বক্ষ এই যে রীতি সারা দুনিয়ায়।
ম-মমতায় নারী'র অসীম গুন জননী'র বেশে মহীয়সী রমনী,
য-যায় যায় দিন তাঁর আদর স্নেহে ভরা ভালোবাসায় ধমনী।
র- রাখী বাঁধে ভাইয়ের হাতে অতি যতনে বিজয়-লক্ষ্ণী নারী,
ল-লাল বেনারসী শাড়ী পরে আদুরে ছোট্ট বোনটি যাবে ছাড়ি।
শ-শয়নে নারী পুরুষের সনে খেলে কত রকম রঙ্গের খেলা,
স-স্বপনে আসে মৌবনে যায় সারা দেহে লুকানো রূপের মেলা।
হ- হারিয়ে স্বপ্ন পুরুষের ঘুমে তোলপাড় করে উঠে তাদের মন,
ড়- ড্র করে খেলা কুরঙ্গ মনে নারী'দেহ নিয়ে ভোগ বিলাসক্ষণ।
ঢ়-ঢ়ড়তার সাথে নারী নিজেকে সামলে নেয় জীবন ভরা যৌবনে,
য়-য়াহু বারতা আসে উগ্রশরীর টানে,না মানলে ধ্বংস বয়ে আনে।
ৎ- ৎ এর মত নারী'র জীবন যাপন পুরুষ ছাড়া যেন অর্ধনারীশ্বর
ং, ঃ, ঁ-উনুস্কার বিসঃর্গ চন্দ্র বিন্দু'র মত একে অন্যের ভর
___________________না করলে সংসার অসাড়।
রচনাকাল
১৮।০৭।২০১৪
ইউ এ ই
বিঃদ্রঃ-ক, খ, গ, ঘ, ঙ,চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ, ঁ