ক-কখন  হইতে অপেক্ষায় মগ্ন ধরিবে আমার হস্ত খানি,
খ-খাতির করিবে  আঁখি'তে আঁখি ফেলিয়া নজর বন্দিনী।
গ-গগন জুড়িয়া নীলাকাশে ভরা স্বর্ণমদিরায় উজ্জ্বল মুখ,
ঘ-ঘাটের জলে'র  আয়নায় দেখিয়া লও লুকায়িত  সুখ।
ঙ-ঙাইখং বারো থামানপকপি আহরণ করিলাম কবিতায়,
চ- চকচক করিতেছে তোমার অঙ্গ খানি ছন্দের ছবিতায়।

ছ-ছিলে তুমি অচেনা কুমারী অজানা পরী রূপে'র  গড়নে,
জ-জানিয়া লও আজি হইতে তোমারি হইলাম জীবন মরনে।
ঝ-ঝঙ্কার তুলিয়া প্রেমে বাসিবো ভালো প্রস্ফুটিত নিবিড়ে,
ঞ-ঞ'র মত রাখিও না মুখ টা হাসিয়া ভরাও মন শিবিরে।
ট-টানিয়া তোল তোমারি ঐ আঁচল খানি বক্ষ ঢাকিয়া রাখো,
ঠ-ঠ্যং তুলিয়া দেখো ঐ শুভ্র বক চাহিয়া রহিয়াছে,শান্ত থাকো।

ড-ডাকিতেছে কোকিল কুহু কুহু স্বরে তোমায় দেখিবার তরে,
ঢ-ঢাক ঢোলে যেন আজ তাল উঠিয়াছে, ক্লান্ত মনের  ঘরে ।
ণ-ণত্ব-বিধান মানিতেছে'না এই মন জুড়ে উন্মাদ যেন আজ,
ত-তোমার মনের কুটিরে ও দুলছে মৃদু হাওয়া করিতেছি আঁচ।
থ-থাকিতো যদি এই স্বর্ণ বিকাল টা  জনম জনমের লাগিয়া,
দ-দিন পুরাতো না,রাত আসিতো না থাকিতাম চক্ষু পাতিয়া।

ধ-ধন্য হইলাম তোমার বদন দেখিয়া মিটিবে না কভু সুখ,
ন-নয়নে তোমার আলোকরশ্নি পড়িতেছে উজ্জ্বল করিয়া মুখ।
প-পবন বহে ঝিরিঝিরি সারে এলোকেশী চুলে করিতেছে খেলা,
ফ-ফেলিয়া রাখিয়াছি মোর নয়ন যুগল মুগ্ধতায় কাটিতেছে বেলা।
ব-বুকে দুরু দুরু করিতেছে গুপ্ত প্রেমে ঝড়ের মাতন বইছে ধেয়ে,
ভ-ভুলিবো না কভু তোমারি এই রূপ পুঁথিগাঁথা বিধিবিধান পেয়ে।

ম-মন আঙ্গিনায় আঁকিয়াছি আমি ওহে লললা  চাঁদ বদন খানি,
য-যদি মুছিয়া দাও কভু ঐ চিত্রপট,মন সলিল সমাধি হইবে জানি।
র-রাখিও যতন করিয়া তোমারি মনের কোণে,ছাড়িয়া দিও না হাত,
ল-লিখিবো আমি কবিতার পাতায় জীবন স্বরলিপি জাগিয়া রাত।
শ-শয়নে রাখিও মোমদীপ জ্বালিয়া কবিতা খুঁজিবো আঁখি'র ভাষায়,
স-স্বপনে তোমায় রাখিয়া ছন্দ গাঁথিবো,জাগরণে আঁচল পাতায়।

ষ- ষোড়শ বয়সী তোমারি অঙ্গের গঠন  বিমোহিত আমার মন,
স-সোনালী বিকেলে'র রোদ লজ্জায় মুখ লুকায় মুগ্ধ তনমন।
হ- হঠাৎ  করিয়া তোমার আঁচল খসিয়া পড়িলো ঘাটের জলে,
ড়-ড় এর মত চাহিয়া রইলে কিয়দক্ষণ উচ্ছ্বাস দেখিলাম নয়ন পলে।

ঢ়-ঢের  বুঝিলাম তোমার মনের চাওয়া পাওয়া আমায় করিয়াছে মুগ্ধ,
য়- য়' বুঝিতেছে না  বোবা মনের ভাষা তোমরি প্রেমের উপপাদ্য।
ৎ- ৎ'তের মন ভাবিতেছে উচাটন  তোমায় লইয়া করিবো সংসার,
ং, ঃ, ঁ - ং বোবা বর্ণে বুঝিয়া লও তুমি ছাড়া জীবন অসাড়।

রচনাকাল
১৬।০৭/২০১৪
ইউ এ ই

বিঃদ্রঃ-ক, খ, গ, ঘ, ঙ,চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ, ঁ