অ-অরুন আলোয় আমি দেখিয়াছি তাহার মুখ
আ-আঁচল খানা মৃদু হাওয়ায় উড়িতেছে বারংবারে,
ই-ইহকালে ভুলিবো না তাহারে আঁখি'র বারেন্দায়
ঈ-ঈষৎ হাসি শোভা মাতানো পুরবী,যদি পাই সংসারে।

উ-উজান ঘাটের স্রোতে'র মত উঠতি যৌবন সুমুদ্রে
ঊ-ঊঢ়-উর্বর দেহে মন মাতানো এলোকেশী তাহার চুল,
ঋ-ঋষিদেব যেন আমি ভাঙ্গিয়াছি ধ্যান,জ্ঞান সেই আলোয়
এ-এমন প্রভা বিকশিত মুহূর্ত দেখিয়া পাই'নি কোন কূল।

ঐ-ঐ আকাশের চাঁদ লাজে ডুব দিয়াছে মেঘের আড়ালে
ও- ও মেয়ে তুমি আমায় তাকাও,দেখিয়া লই নয়ন ভরিয়া।
ঔ-ঔদ্ধত্য রূপে উন্মাদ আমি আজ পাগলপারা তন মন
ক-ক' দিয়ে শুরু,কথা বলি আসো রাখিও হাত টি ধরিয়া।

রচনাকাল
১৫।০৭।২০১৪
ইউ এ ই।

বিঃদ্রঃ - অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ  এবং ক ।আগামী কাল থাকবে "ব্যাঞ্জনবর্ণের আলোয় দেখিয়াছি তাহার মুখ"ধারা,সবায় কে অগ্রীম জানিয়ে  রাখলাম।