সম্মানীত কবিগণ আমরা এইখানে সব সময় এই সমাজ সংসার দেশ মাতৃকার নিজের অস্তিত্বের কথা বলে থাকি ।তাই,প্রত্যহ ছুটে আসি প্রাণের টানে ভালোবাসায় প্রিয় "কবিতার আসর " ।এখানে কিছু নিয়ম নীতি আছে । অনুরোধ থাকলো সবার কাছে কেউ সেই নিয়ম ভঙ্গ করবেন না ।
"আসুন প্রিয় আসর টা কে পরিচ্ছন্ন দেখতে চাই "সেই লক্ষ্যে আমরা কাজ করি ।
ধন্যবাদ সবায় কে ।