উনিশের ঘরে পা রেখেছে যুবক
      মনে রঙ্গিন স্বপ্ন আঁকে,
       যৌবন  চাঞ্চল্য এসে
ঘিরে ধরে উঁকি দেয় জীবন বাঁকে।

উচাটনে মন নাচে অকারন কেবল
       হুলুস্থূল কান্ড  বাঁধায়,
       অজ্ঞান ভরে ফালায়
জীবন  বসন্ত অস্থির  থাকে সদায় ।

যুবতী আঠারো পার  হলো লাবণ্যে
       স্নিগ্ধতায় ভরে মন,
       আঁকুপাঁকু করে শুধু
সুবাসিত ফুলে কখন ভাসাবে যৌবন।

রাজকুমার কে স্বপ্নে  দেখে নিশিতে
       সেজেছে রাজ রানী,
       শূন্য বিছানায় ক্লান্ত
কখন পাবে পুরুষালী ছোঁয়ার বাণী ।

কামনায় মেতে উঠে যুবক,যুবতি গণ
       ভালো মন্দ না বুঝে,
       ভুল পথে বেয়ে চলে
উজান ডিঙ্গা,প্রখর স্রোতে সুখ খোঁজে।

সেই  সুখের পরশ  পেয়ে জন্ম নেয়
      ঝরা ফুল,ভুমিষ্ট গোপনে
       অসময়ে নিধন হয় ঐ
তাজা প্রাণ পড়ে থাকে পথে ঘাটে ভুঞ্জনে।

উনিশ,একুশের বয়স সৃষ্টি'র তলোয়াড়,
        প্রতিষ্ঠা'র শিউলি ফুল,
        মিছে দিও না যৌবন
দোহায় জীবন স্বরলিপি'তে করো না ভুল।


রচনাকাল
০৮।০৭।২০১৪
ইউ এ ই।