কে বলে আমি কবি ভাই ,আসলে কি আমি কবি ?
শব্দের বুনটে সন্দেশ মাখি সদা,কবিতা'রা জলছবি।
আঁকিবুঁকি কত লাইনের সারি,ভাব জল তরঙ্গ ঢেউ,
পাশ কেটে গলো প্রভাতের ভৈরবী,বুঝলো না কেউ।
ভায়োরেন্সের ভায়োলিন বাজাই কাব্য কথার সুরে,
শব্দে'রা সব করে ঘেঁষাঘেঁষি,কবিতাভাব যে ক'দূরে?
মনের মন্দিরে ধ্যনে পুজা করি,শিশু মনোভাব নিয়ে,
কল্পনায় ভাসি দিবানিশি, সাহিত্যে'র আঁচল বেয়ে।
আমি সাহিত্য'কে রাঙ্গাতে চাই গোলাপে'র ঝুড়ি'তে,
ছন্দের বন্ধন নান্দনিক সুতা জালে স্বপ্নের তুড়ি'তে ।
এক দেশে ছিলো এক রাজা আর অন্য দেশে রানী,
স্বামী,স্ত্রী তবু করছে ভিন্ন বাস এ যে কবিতা'র বনানী।
এমনি গল্প নিয়ে সাজাতে চাই আমি,কবিতার কথা,
ব্যাকারণ মেনে সাহিত্য স্নানে,যা একান্ত কাব্য প্রথা।
কাঁকন-চুড়ির রিনিঝিনি শব্দে প্রিয়তমা'র হাসি'র ফুল,
কাব্য যেন ধরা দেয়,ভাবুক প্রাণে,সে যে কবিতাবকুল।
আমি যাঁর কবি বুকে আছে তাঁর ছবি কবিতায়নে মন,
দিন কে দিন কত কথা বলি ঠাকুরমা'র ঝুলি যেন ক্ষণ।
বাণীর বীণা নিয়ে এক দিন বসেছিলাম নাচবে বীণাতার,
ভাষা'র ময়দানে কে কবি -কে সাহিত্যেক সঙ্গে সংসার ।
রচনাকাল
০৪।০৬।২০১৪
ইউ এ ই ।