আমি প্রতি'টি ক্ষণে'র কাছে ঋণগ্রস্থ
কুসুমে ফুলে মধুপানে বাঁচে ভ্রমর,
দিন যাচ্ছে আয়ু ক্ষয় হচ্ছে,স্বচ্ছ আঁখি
নৌকার কাগজে থাকে না কেউ অমর।
আকাশ দিচ্ছে ছায়া,মানুষ নিচ্ছে মায়া
শ্বাস নিঃশ্বাসে সদা ফুলায় পুন ছাতি,
জল পানে সতেজ'তা আহারে বাঁচি
শঙ্কিত কখন বিদায় করে ডাকাডাকি।
পবন শিরশির বহে,অক্সিজেন আনে,
নিভৃত দেহ ঘরে ক'রে ধূপের বাস,
মানুষের গায়ে'র গন্ধে ভুবন সুবাসিত
রেখে'ছে অনিমিখে কত অভিলাষ।
স্বল্প পরিসরে সোনাসুতায় গাঁথা প্রাণ
স্বপ্ন আঁকি নবীন ফুলমঞ্জরি'র গায়ে,
সব ভাবি আমার,আসলে কি আমার !
কাঁপছে গাছপালা নিধন ভয়ে রাঙ্গাপায়ে।
ভাবছি আজ আনমনে বসে রাজ চেয়ারে
জীবন উপভোগের মঞ্চ,আমি যে মানব,
তৃপ্তিহীন তৃষা পুরাতে ব্যস্ত অসীম বিস্ময়ে
যেন আড়াল থেকে হাসছে মরন দানব ।
রচনাকাল
২৮।০৬।২০১৪
ইউ এ ই ।