হে প্রভু, শত পাপে ঘেরা এই
সমাজ সংসার, দেশ জাতি কূল,
নামাজ রোজা'য় আনো মানব মনের
সিয়াম সাধনে,ফোঁটাও অলি ফুল।

যুগ যুগান্তরে আমরা শত পাপি,
না জেনে করছি  অসীম ভুল,
সেই পাপে শাস্তি দিচ্ছ প্রতি ক্ষণে,
সিন্ধান্তে নড়েনি এক চুল।

হৃদয় পরিসর করাও নামাজের
ময়দানে,শেখাও শত্রু-মিত্র উদার,
মমতায় আনো উচু নিচু ভেদাভেদ,
জীবনের জন্য জীবন ব্যবহার।

জীবনপাত্রে অধিক চাওয়া পাওয়া
সঞ্চিত ধনে,তোমায় যাচ্ছি ভুলে,
ক্ষমতার লোভ বড়শির টোপ ফেলে,
অন্যায় করে যাচ্ছি কথার ছলে।

ঐ মন টুকু কেড়ে নাও ভাবের নীড়ে,
যা এই ভবে অকল্যাণ বয়ে আনে,
পশ্চিমে সেজদা দানে শিখাও মোদের
সুন্দর কোমলমতি সাবলীল প্রাণে।

নীলাকাশ দেখো ঐ যে কেমন উদার,
দুঃখ সুখের আলোছায়ার পরশে,
মুগ্ধতায় ভাসায় অশেষ আচরণে,
আলো আঁধারে'র সুনীল আরশে।

মিনতি করি তোমার চরণে,সুন্দর
জ্ঞান চেতনা দাও সব মানব মননে,
একটা বিশ্ব সাজাই ফুলের সৌরভে,
তোমার নাম জপি হৃদয় খননে ।

রচনাকাল
২৭।০৬।২০১৪
ইউ এ ই।