আমি কাব্য লিখছি কলমের কালি'তে
           তুমি লিখছ  ভাবে'র ঘরে,
           সোনা বাবা'কে সাথে রেখ
      আবেগ কিনতে কাব্য কথা'র স্বরে।

     তুমি এক বার দেখ ঐ কোমল মুখে
          শব্দ'রা করছে কত  খেলা,
          ঝিলিক হাসি'তে ছন্দ হাসে
     সাহিত্য'রসে ভালোবাসা সারা বেলা।

    তার কান্না'য় দেখো মনে আবেগ ঝরে,
          মমতা'য় কাঁদে আমার মন,
          আমি অসহায় অনুভব করি
     অবুঝ মনে তাই কবিতায় ভাসায় নয়ন।

    আমার কবিতা'র গৌরব তুমি কাব্যরসে
           গড়ে তোল তার সতেজ মন,
            ভালোবেসে সাহিত্য শিখাও
     তার মনের কোণে কবিতায়ন সারাক্ষণ ।

    তার যত্ন নিও বাংলা ভাষা মাখিয়ে গায়ে
           শুদ্ধ স্নানে ভিজাও কথার ধরণ,
            দেখো  একটা কবিতা  হলো
     রসে তসে কেমন দুলাচ্ছে তার দু'চরণ ।

        
রচনাকাল
২৫।০৬।২০১৪
ইউ এ ই ।