তোর সোনা বরণ লাল টুকটুক মিষ্টি গালে
       পাগল  করা মুখের হাসি,
         ঐ আকাশে ঈষাণ কোণে
জমে আছে সব মেঘ,সুখের জলরাশি ।

তোর হাতের ইশারা পায়ের নাচন তোলে
            মমতাময়ী মায়ের কোল,
             চুপটি করে চুমুক চুমুকে
ভরিয়ে দিস বক্ষ নদীর উচ্ছ্বাসে ঢেউয়ের রোল।

ওঁয়া ওঁয়া শব্দে প্রাণ ভরিয়ে দিলি সপ্তডিঙায়
            খুশির নিশান পাল তুলে,
            পঞ্জিকার পাতা সাজালি
আশার ব্যাকারণে,মনে স্বপ্নের উর্বর চর তুলে।

শিল্পীর মত এঁকেছি স্বপ্নগুলো জীবন ডায়রিতে,
             রঙিন কাগজে'র গায়,
            চোখের মণি হীরার ধ্বনি
তোকে পেয়ে পূর্ণ হলো,জীবন সংসার মোহনায় ।

রচনাকাল
২৪।৬।২০১৪
ইউ এ ই ।