আজ ঐ আকাশে চাঁদ উঠেছে,
আলো ছড়িয়েছে আমার ঘরে,
বক্ষ মোদের হিম শীতল হলো,
নয়ন মনি তোর পরশ পেয়ে।
মায়ের কোলে তোর মধুর হাসি
রাখালিয়ার মন করা বাঁশির সুর
খুশীর পাপিয়া দিকদিগন্তে নাচে
ভূবন মাতাবি,বাবা যে বহু দূর।
স্রষ্টা পাঠিয়েছেন পুষ্পরেণু ভরে,
নব পুষ্পরাজি প্রস্ফুটিত কুঞ্জরনে,
হৃদয়ের উৎসমুখ তোর আগমনে
মুহূর্তেই পাঁজর ভাসালো প্রাণে।
শ্রাবণে'র গান গেয়ে সুরে ভাসালি
সজল ছায়ায় ঘেরা মৃদু হাওয়ায়,
মাতৃহৃদয় ভরালি সুখের আভায়,
জীবন মুখর,বাবা সুখের মোহনায়।
হে প্রভু তুমি তাদের দেখে রেখো
সুস্থ, শান্তিতে ভরিয়ে রেখো সদা
মিনতি করি তোমার চরণ তলে।
রচনাকাল
ইউ এ ই ।
২২।০৬।২০১৪
বিঃ দ্রঃ- সুখবর- স্রষ্টার অফুরান দয়া'য় আমি হলাম বাবা এবং রুম্পা-শিমুল মা হলেন। গতকাল বাংলাদেশ সময় ৯টা 0৩ মিনিটে আমাদের ঘর আলো করে এলো আমাদের নয়নমণি,আমাদের কলিজার টুকরা আমাদের শ্রীমান ।দয়া করে প্রিয় বন্ধুরা আপনারা তাদের জন্য আশীর্বাদ করবেন । এবং কয়েক'টা সুন্দর নাম দিন আপনার পছন্দমত ।
https://www.facebook.com/shimul.shubro
এটা আমার ফেসবুক লিঙ্ক ।আমি সবায়'কে মিষ্টি খাওয়াতেই চাই । দয়া করে আপনি আপনার মোবাইল নাম্বার টি আমার ফেসবুক ইনবক্স এ দিন ।আমি অনেক খুশি হবো । নতুবা আমায় এই নাম্বারে ০০৯৭১৫৫৭৯২৯৯৪১ এই নাম্বারে একটা কল/ মিস কল দিন ।আমার বেশ ভালো লাগবে । সবার জন্য উজার করা ভালোবাসা রইলো । দয়া করে প্রিয় বন্ধুরা আপনারা তাদের জন্য আশীর্বাদ করবেন ।