হে প্রভু দয়াময়
তুলি দু'ই হাত করি আরতি হে বিশ্ব বিধাতা তোমার চরণে
আমার  সহধর্মিণী অকূল সাগরে ভাসমান, তোমায় স্মরণে ।
                    হে  জগৎ পিতা
উদ্ধার করো  প্রভু কৃপা করো তাঁরে বাধো  মাতৃত্বের বন্ধণে,
এই  জীবন পূর্ণ করো,শত পাপ মুছে তাঁর,তোমার সাধনে।
                    হে বিশ্ব বিধাতা
                    তুমি ভূবন মালিক,  
'দিও না তাঁকে এমন নিদারুণ কষ্ট পরীক্ষা জীবন পারাবারে
শান্তি দাও মনে খুশির বান বুনে মধুর মানব জীবন সংসারে।
                      


রচনাকাল
২২।০৬।২০১৪
ইউ এ ই