খুকু আপন মনে খেলছে আঙিনা-কোণে,
কোলে রেখেছে পুতুল শিশু,
নারিকেল পাতায় পুতুলের গহনা বানিয়ে,
নাম দিয়েছে তার নিশু ।
রঙ্গিন কাটা কাপড় সেলায় করে খুকু
বানিয়েছে নিশু'র জামা,
আজ পুতুলের বিয়ে হবে তাই খুশির বেশে
যোগ দিয়েছে দুষ্ট শ্যামা ।
সতের বছরে'র শ্যাম চন্দ্র কাথার বাঁকে
আদর করছে খুকু'কে,
চকলেইট দিয়ে কোলে তুলে নিলে কুরঙ্গ মনে
মুখ ভাসায় চুমু'তে ।
ছোট্ট খুকু অবুঝ মনে নীরব স্নেহে পরে
উচ্ছ্বাসে দুষ্টামি'তে মা'তে,
সুযোগ পেয়ে শ্যাম চন্দ্র সুনীল সিন্ধুতীরে
খেলার ছলে শয্যা পাতে।
খুকু কাঁদিয়ে ফাটায় অসহ্য যন্ত্রণার কাতরে
বক্ষ ফেটে বান ভাসে,
রক্তাক্ত খুকু পরে আছে নিঝুম ঘরে নিথরে
খবর পেয়ে বাবা মা ছুটে আসে।
ডাক্তার ঘোষিলো খুকুর প্রাণ বায়ু উড়ে গেছে,
সেই কতক্ষণ আগে,
পাড়া-পড়শি,বাবা-মা আজ উন্মাদ উন্মাদিনী
কেঁদে মরছে কষ্ট রাগে।
রচনাকাল
২১।০৬।২০১৪
ইউ এ ই।