আজ সকাল থেকে আমাদের প্রাণ প্রিয় কবিতার আসর টা হুট করে কেমন যেন বেশ জম জমাট হয়ে উঠেছে ।আমাদের সবার প্রিয় কবিবন্ধু অজিতেশ নাগ আবার ফিরে আসায় আমি আসরের শীতল বাতাস লক্ষ্য করলাম ,যা রীতিমত ভালো লাগার মত।
এই ভাবেই থাকুন আমাদের সাথে বলতে বলতে চলতে চলতে ।
শিমুল শুভ্র
ইউ এ ই