কাল রাত হঠাৎ করে দেখি প্রেণের প্রিয় 'কবিতার আসর' টা সারভার এরর দেখাচ্ছে,মনে কিছুটা শঙ্খিত ছিলাম ।জানি না বাপু কি হয়।ভয় কাজ করছিলো ।কিন্তু হঠাৎ করে মনে পড়লো সম্ভবত এডমিন সাহেব আসরে উন্নয়ণ মূলক কিছু কাজ করছেন,এতে করে কিছুটা মন কে প্রবোধ দিলাম ।সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ ওপেন করে দেখি অসাধারণ পরিবর্তন উঠে এসেছে ।অবাক নয়নে সব পাতায় ঘুরে বেড়ালাম ।যতই হাঁটছি ততই মুগ্ধ হচ্ছি ।তাই আপনাকে অভিনন্দন না জানিয়ে আর থাকতে পারলাম না ।
হে এডমিন,
তুমি উর্বর জমি ফেলে রেখেছো,
কবি সাহিত্যক'রা করছেন খোঁড়াখুঁড়ি,
কলমের লাঙল দিচ্ছে'ন চাষে'র পর চাষ
কাব্যের শব্দ'রা করে জোড়াজুড়ি।
জ্ঞানে'র দীপ জ্বেলেছো খোলা ময়দানে,
হরেক রঙের কাবিতা'র রঙ,
খাটুনি খাটেন কাব্য রস আস্বাদনে কবিগণ
বাঁশের বাঁশীর'র সুরে'র ঢং ।
মতের আদান-প্রদান হয় লেখনী'র আলোয়,
মিলে মিশে ভাটি গাঙ্গে পাল তুলে,
বিশ্বের সম্মানীত পাঠক'রা মুগ্ধ হয়ে ভাবেন,
সুন্দর ভিটা'য়,ভাবে যায় যে ভূলে।
সাহিত্যে'র জন্য করেছো নড়ে চড়ে বসার স্থান,
ঘট ভরা জলে ঢেউ তুলেছ জেগে,
সেই জলে'তে রোজ সাঁতার কাটি ভূবন ভুলিয়ে,
নামি-দামি কবি'রা করেছেন যা আগে।
জানি আমরা নয় কবি নজরুল,কবি রবীন্দ্রনাথ
শুধু কাব্যের রথের ক্ষুদ্র সারথী,
সেই ময়দানে সুযোগ করে দিলে যুদ্ধ করা'র,
মধুর বাংলা ভাষার আরতি।
নবীন তৃণের ছায়া'য় বসে,ভাষার বৃন্দাবনে,
জপ করি কবিতার আসরে'র মেলা'য়
বাংলা ভাষা'য় ভাসালে হে এডমিন'বর উচ্ছ্বাসে
দারুণ বাংলা কথা'র খেলায় ।
ভালোবাসা,ভালোবাসা কেবল ভালোবাসা,
উজার করা রইলো তোমার তরে,
তুমি রেখেছো বাংলা ভাষার উজ্জ্বল সম্মান,
সুন্দর মনে'র মহিমায় বিশ্বচরাচরে ।
অনেক ভালো লাগছে আপনার এই মহান প্রয়াস।অনেক উজার করা ভালোবাসাসহ শ্রদ্ধা গ্রহন করুন সম্মানীত মহামান্য এডমিন ।ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন নিরবধি,আমাদের প্রয়োজনে ।