আমার মতে আমি যদি আপনার কবিতা টি মন দিয়ে পড়ি তাহলে সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারবো বুঝতে পারবো আপনার মেধারস-আপনি আসলে কি বলতে চাইছেন কবিতায় শব্দের সাথে পরিচিত হলাম আপনার ভাবটার সাথে পরিচিত হলাম ।এই ভাবে দৈনিক যদি ৩০ টা কবিতা পড়ি ৩০ জনের মেধার সাথে পরিচিত হতে পারবো ৩০ টি আলাদা আলাদা থিমে এই ভাবে মাসে ৩০ গুন ৩০= ৯০০শ থিম কিংবা কবিতার সাথে পরিচিত হতে পারবো ,তাহলে দেখুন কত বড় বিশাল ব্যপার !!তাই না ।কিন্তু এটা কেউ বুজতে চাই না । সবায় ভালো লাগলো এই সব বলে চলে যায় ।এক লাইনে কবিতার সারাংশ টা তুলে ধরে বলে গেলে ও বুঝা যায় যে- না সে নিশ্চয় কবিতা পড়েছে ।কিন্তু তা ও করছে না ।
আলোচনাটি ৯৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১১/০৬/২০১৪, ০৯:২০ মি: