আমি নিশ্বাস ফেলি,বিশ্বাস তুলি,
তোমার লাজে বাঁধা নয়নে,
ঐ ভ্রমর কাননে ফুটে আছে
কত ফুল,পাশে থেকো শয়নে।

তোমার ঠোঁটের চিত্র আঁকি,
যতনে রাখি,পরশ মাখা শিশিরে,
ঐ পাহাড়ের চুড়ায়,থাকি অসহায়,
খুঁজি যুগলপ্রেমের তুষিরে।

তোমার কপালের লাল টিপ,
যেন সন্ধ্যা প্রদীপ,মুখপানে শুকতারা,
ঐ রূপের সাগরে ডুবে মরি,
হে প্রিয়াসুরি তুমি হীনা দিশেহারা।

আমি মরমেতে ম'রি তোমার বক্ষতরী,
উজান প্রেমের সুখের মন্থন,
মিলনমধুর লাজে সোহাগে রেখো
ভালোবেসে করিও যতন।

তোমার দেহে'তে বুনি মাটির বীজ
শ্রাবণের বৃষ্টিধারা'র স্রোতে,
গুপ্ত সুখের মহিমা খুঁজি দেদারসে
স্পর্শ স্বপ্ন সুখের ব্রতে ।

কলি'তে ফোটাবো ফুল করবে প্রার্থনা
সাজানো সুখের সংসারে,
নদীতটে পরশমানিক কুড়িয়ে নিবো
গোলাপ বাগানের আসরে।

ওগো প্রিয়সিনী সুখের সোহাগিনী
আমি তোমাতে করবো বাস,
তারণ্যের সুখে,বয়ঃসন্ধির দুঃখে
আমাতে থাকবে তোমার আশ ।

রচনাকাল
০৬।০৬।২০১৪
ইউ এ ই।