আমি অক্টোপাসের নীল রক্ত চুষে
নোকিয়া সুমুদ্রে'র অমৃতস্নানে পূজার গৌরবে
মর্তের স্বপন ভুলে তোমার বক্ষে করবো বাস
উরুদ্যানে আত্মভোলা বসন্তের উন্মত্ত নিমেষে
তুমি হবে আমার ভালোবাসার সহযাত্রী অয়ি প্রিয়ে।
দ্বন্দরণে মেতো না হস্তিদেহ ভুঁড়িখানা ভারী করে
চক্ষু মুদিয়ো আমার চেহারা মনে এনে
কোন এক চিত্র শিল্পীর চোখে'তে পরশ ফেলে,
দেখবে ঐ আকাশের সূর্য কেমন মসৃণ আলো দিচ্ছে,
তোমার মনের অমরকোষে উর্ধ্ব মনে ।
তোমার মায়ামুরতি কথার শব্দের জাদুতে আমি দিশেহারা
আমার মুখ থেকে ভাষা কেড়ে নাও পুষ্প সাজাও মনের সংগীতস্রোতে
নিত্যনূতন ভাবের নিমগনে মনের কাহিনী শুনাও আস্তর ভেদে প্রতিমায়
আমি তোমার নয়নের হাসিতে,গোপনে সাজাবো এক টুকরো বাসর,
তুমি চুষে দিও আমার হস্তের আঙ্গুটি ঠোঁটে প্রেমের বারতা এনে সেই নস্যিতে।
ও হে মনে'র কুটুম্বিতা এতো ভাবছো কেন বসে মনের আবেশে
তুমি যে মনের প্রতিবেশী নামগোত্রহীন আমার স্বর্গপুরী
তোমার চোখের জ্যোতি'তে রটছে আমার ভালোবাসার ছাপ রথযাত্রায়
বুকে আসো,মাথা রাখো,হীরক দিঘিতে তোমার মনের প্রতিধ্বনি আমার
অস্তসিন্ধুতীরে এঁকেছে নিরুত্তর ছবি ভালোবাসি দু'জনে সর্বসুখে ।
রচনাকাল
০৫।০৬।২০১৪
ইউ এ ই।