সাহিত্যের ভক্ত,কাব্যের রানী,জ্ঞানী রমণী সুনাম ছড়িয়েছে সারা দেশে,
আজ  প্রভাতে  রবির আলোয়, মন  ভরালে  সুমধুর কন্ঠ এলো ভেসে।
কর্ণমিলনে, মুখালাপনে  নিরালা ক্ষণে,কেটে গেলো ভালো, কিছুটা ক্ষণ,
ভালো-মন্দের খবর হয়নি জানা,রাঙা আলোয়,আসলে অ'দেখা সেই জন।
পুষ্পরেণুগন্ধমাখা তাঁর কবিতার লাইন গুলো, অম্বরতলে উর্মিমুখর ঢেউ,
পাথরকে আকাশে উড়িয়েছে যেন,কথার মিষ্টি সুরে,জানলো নাতো কেউ।
কথার স্বরলিপির তাল,জাত কবি মাতাল,কাব্যিকতায়,কথার বানের ঝড়,
আকাশ ছুঁয়েছে মৌ মৌ বাতাসে,সুখ সঙ্গিনী হয়ে,সে নারী' আমি যে নর।
কথারপুঞ্জে, হৃদয়কাশে  সংগীত রসধারার লেশ,খুঁজে পেলাম গুপ্ত জ্ঞানে,
মল্লিকা তুমি,মালতি তুমি, সুবাস,ছড়াও  বীর বেশে,এক মনে এক ধ্যানে।
কলকাতার নারী, চব্বিশ পরগণায়  বাড়ি,বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র,
তুমি রেখেছো মান,কাব্যে নারী'র সম্মান,সুখ,দুঃখ আনন্দ বেদনায়,যত্রতত্র।

রচনাকাল
২৩।০৫।২০১৪
ইউ এ ই।

বিঃদ্রঃ-আজ প্রভাতে আমাদের প্রাণের প্রিয় কবিতার  আসরের কোন এক সম্মানীত কবি রমণী'র সাথে ফোনালাপ প্রাক্কালে'র কথা গুলো তুলে ধরার চেষ্টা করেছি তাঁকে নিয়ে ।তাঁর প্রতি জানাই অসীম শ্রদ্ধা।