জ্যোৎস্না রাতে নবীন যৌবনে নারী,কেঁপে উঠে বারংবার
ধরণীতলে লজ্জা রাঙায় আঁচল ঢাকে চাঁদ,চমকিয়া উঠে,তোলপাড়।
পূর্বতটের আকাশকোণে শুকতারার চোখে,ঘুম,ঘুম নিশিক্ষণ,
উচ্ছল রূপ দেখে উছাসিত,বিস্মিত,জাগরণে শিহরণ ।
তলোয়ার হাতে সিপাহী,যুদ্ধের ময়দানে,নারীর রূপে বিহ্বল,
অচিন ভাবনায় রূপ প্রকাশ তার জ্যোৎস্নার সন্ধ্যায়,হৃদয়কম্পন সম্বল।
রোবট মেশিন,নবীন যৌবনে নারীর, রূপে উৎকীর্ণ চারিদিক,
সমুদ্রে প্লাবন,আকাশের উন্মাদ ঝঙ্কার, নেই কোন ধৈর্যের প্রতীক ।
এ যেন এক অদ্ভুত সৃষ্টি,বিধাতা গড়েছেন নারীর প্রীতি-বাসে,
আগুনে পোড়া অন্তর ও যেন শিহরণ জাগে,সৃষ্টি-সুখের উল্লাসে ।
রচনাকাল
২০।০৫।২০১৪
ইউ এ ই।