সেই মেয়ে টি দারুণ রূপের পরী
শ্রীমতি লাজে মরে,
স্নেহের সাবিত্রী, মৃন্ময়ী উর্বর যৌবন,
সুনীল সিন্ধু তীরে ।
শুভ্র আবরণে ভরা গায়ের ধরণ,
আকাশের চাঁদ সাদা,
জ্ঞানের লক্ষ্ণী,সুষমা কণ্যার বরণ,
সর্বসুখে প্রিয় দাদা।
ছায়ার মত করেছেন লালন আদরে,
স্নেহ, প্রেম,শাসনে,
দীপ্ত নয়নে, নির্মল স্বপ্নের উৎসবে,
রেখেছেন যতনে ।
একদিন কথার বাঁকে চ্যাটের পাতায়
উঠে এলো তার নাম,
দাদা বিনম্র স্বরে তাঁর জীবন গান গাইলো,
উঠলো মেয়েটির শিরোনাম।
আমার মনে কৌতুহল জন্মালো বারংবার,
দেখবার তরে তার ছবি,
সাহিত্যিকতা করতাম যদি ও উপন্যাসে,
হইনি কভু কবি ।
মুঠোফোনে মনের সুখবিলাসের কাব্যতলে,
পড়লাম মায়াজালে,
ছুটে গেলাম মনের টানে,শান্তি'র সমীকরণে,
মুগ্ধ হলাম অম্বরপলে ।
রূপের সুধার ছায়াপুরে ২৪শে সেপ্টেম্বর ২০১২
গেলাম ছাতনাতলায়,
জীবন টা কে ঘুরিয়ে দিলো প্রাণ সজনী রুম্পা,
ভালোবাসার মোহনায় ।
সন্ধানে ব্যস্ত ছিলো দাদা আপন মনে ,
বোনের জন্য বর,
আড়ালে কাঁদলো,বৃন্দাবনে নীরব স্রোতে,
বোন করে গেলো পর।
রচনাকাল
১৭।০৫।২০১৪
ইউ এ ই ।