আসরে স্বনামধন্য,কবিবন্ধুবরেষু,সাহিত্যপ্রেমী কবীর হুমায়ূন সাহেব তিনি কবিদের আড্ডায়,সৌখিন কবিদের নিয়ে একটা মিলন মেলার আয়োজন করার মহান উদ্যেগ নিয়েছেন।আমি উনাকে সাধুবাদ জানাই ।
আমাদের সম্মানীত এডমিন ও দেখলাম তাতে সায় দিয়েছেন।আমি বেশ স্বস্থি এবং ভীষণ খুশি হলাম । তাই আমি অত্যান্ত আনন্দের সাথে ঘোষনা করতে চাই যে মিলন মেলার স্থান টুকু আমার এলাকায় মানে বাংলাদেশে হোক।আমি নিজ দায়িত্বে নিজ খরচে করতে চাই সাহিত্যকতার পরশে।
যাঁরা ছাত্র তাঁদের আসা যাওয়ার ভার টুকু ও আমি বহন করবো ।আর চাকুরিজীবিদের মাঝে ও যদি কারো কোন সমস্যা থাকে খরচাপাতির ব্যাপারে,কোন প্রকার সঙ্কোচতাবোধ না করে আমায় বললে,সমাধান টা আমি করে দিবো ।নিরাপত্তা জনিত সব প্রকার ঝামেলা থেকে মক্ত থাকতে পারবেন এই প্রত্যই রেখে সবার গঠন মুলক মতামত আশা করছি।
উজার করা ভালোবাসা এবং শ্রদ্ধা সবার জন্য।
{আমার ঠিকানা "কবি পরিচিতি" দেওয়া আছে }
অনুরোধে
শিমুল শুভ্র
&
রুম্পা শিমুল